দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
বিচার না হলে দুর্গাবরণ নয়: আরজি কর কাণ্ড নিয়ে অভিনেত্রী অপরাজিতার কড়া বার্তা

বিচার না হলে দুর্গাবরণ নয়: আরজি কর কাণ্ড নিয়ে অভিনেত্রী অপরাজিতার কড়া বার্তা

আরজি কর কাণ্ড পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস। সামনে দুর্গাপূজা, বাকি মাত্র আরেকটি মাস। কিন্তু এরই মধ্যে রাজ্য জুড়ে চলছে বিচার চেয়ে আন্দোলন। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে পুজো এবং উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানিয়েছেন, তিনি এ বছর পুজোর আনন্দে মেতে উঠতে পারছেন না।

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ড নিয়ে মামলার শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাজিতা আঢ্য বলেন, তিনি এ দিনের শুনানির দিকে তাকিয়ে ছিলেন এবং আশাবাদী ছিলেন যে সুবিচার পাবেন নিহত তরুণী চিকিৎসক। কিন্তু সোমবার দুপুরের পরে অভিনেত্রী আশাহত হয়েছেন এবং নিজের হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি খুবই কষ্ট পেয়েছি। ভেবেছিলাম, আজ কিছু ইতিবাচক দেখতে পাব। কিন্তু তা হয়নি। আমি অনুভব করতে পারছি নির্যাতিতার বাবা-মায়ের কতটা যন্ত্রণা হচ্ছে। মেয়েটির উপর পাশবিক নির্যাতন করা হয়েছে, এবং যতক্ষণ না সুবিচার হয়, আমি উৎসব বা আনন্দের কিছুই ভাবতে পারছি না।”

প্রতিবছরই অপরাজিতা আঢ্য নবমী পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং দশমীর দিন দুর্গাবরণ করে পূজা উদযাপন করেন। তবে এ বছর তার জন্য পরিস্থিতি অন্যরকম। তিনি বলেন, “দশমীর মধ্যে যদি সুবিচার না হয়, আমি এ বছর দুর্গাবরণ করব না। কোনো কেনাকাটাও করব না, এমনকি ছোটদের জন্যও নয়। শিশুদেরও বোঝা উচিত কেন এ বছর উৎসব না হওয়ার একটি অর্থবহ কারণ আছে।”

অভিনেত্রীর এই মন্তব্য বর্তমান আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের মনের অবস্থা এবং বিচার চাওয়ার দৃঢ়তাকে তুলে ধরেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!