দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বাজারে আসলো রয়্যাল এনফিল্ড গেরিলা: নতুন মডার্ন-রেট্রো বাইক

বাজারে আসলো রয়্যাল এনফিল্ড গেরিলা: নতুন মডার্ন-রেট্রো বাইক

রয়্যাল এনফিল্ড একটি অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা, যারা ধারাবাহিকভাবে নতুন মডেল বাজারে এনে বাইকপ্রেমীদের মন জয় করে চলেছে। এবার তারা এনেছে নতুন মডার্ন-রেট্রো বাইক – রয়্যাল এনফিল্ড গেরিলা। এই বাইকটি ৪৫০ সিসির শক্তিশালী ইঞ্জিনের সাথে গুগল ম্যাপস এবং ব্লুটুথ ফিচারসহ চালকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

রয়্যাল এনফিল্ড গেরিলা বাইকে রয়েছে ৪৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৯.৫০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও মসৃণ। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১১ লিটার, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করবে।

হার্ডওয়্যার ফিচারস

বাইকটির হার্ডওয়্যার ফিচারসের মধ্যে রয়েছে টেলিস্কপিক ফর্ক ও মনোশক সাসপেনশন, যা রাইডিং অভিজ্ঞতাকে করে তুলবে আরামদায়ক। দুটি চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে, যা উন্নত ব্রেকিং পারফরম্যান্সের জন্য ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) সাপোর্ট করে।

ফিচারস

নতুন রয়্যাল এনফিল্ড গেরিলা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৯ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৮৫ কেজি। ফিচারসের মধ্যে রয়েছে এলইডি লাইটিং, টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, গুগল ম্যাপস, এবং বিভিন্ন রাইডিং মোড। টপ মডেলে এইসব ফিচারস পাওয়া যাবে, আর বেস মডেলে থাকবে অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ট্রিপার নেভিগেশন।

ভ্যারিয়েন্ট ও দাম

রয়্যাল এনফিল্ড গেরিলা তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ফ্ল্যাশ, ড্যাস, এবং অ্যানালগ। ফ্ল্যাশ ভ্যারিয়েন্টে থাকবে ব্রাভা ব্লু এবং ইয়েলো রিবন পেইন্ট, ড্যাস ভ্যারিয়েন্টে গোল্ড ডিপ এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট, এবং অ্যানালগ ভ্যারিয়েন্টে স্মোক এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট।

ভারতীয় বাজারে গেরিলা বাইকের অ্যানালগ ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ৩৯ হাজার টাকা, ড্যাস ভ্যারিয়েন্ট ২ লাখ ৪৯ হাজার টাকা, এবং ফ্ল্যাশ ভ্যারিয়েন্ট ২ লাখ ৫৪ হাজার টাকা।

নতুন এই মডার্ন-রেট্রো বাইকটি বাইকপ্রেমীদের মন জয় করে নেবে, এমনটাই আশা করছেন রয়্যাল এনফিল্ড।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!