দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বাজারে আসছে অ্যাপেলের সবচেয়ে ছোট ম্যাক মিনি এম৪ ২০২৪, থাকছে নতুন চিপ ও এআই ফিচার

বাজারে আসছে অ্যাপেলের সবচেয়ে ছোট ম্যাক মিনি এম৪ ২০২৪, থাকছে নতুন চিপ ও এআই ফিচার

অ্যাপেল তাদের সবচেয়ে ছোট ম্যাক কম্পিউটার বাজারে আনতে চলেছে। অ্যাপেল জানিয়েছে, নতুন ম্যাক মিনি এম৪ ২০২৪ মডেলটি এতই ছোট হবে যে এর আগে কোনো ম্যাক কম্পিউটার এত ছোট আকৃতির ছিল না। এই নতুন ডিভাইসে থাকতে পারে অ্যাপেলের সর্বশেষ এম৪ চিপ, যা এআই ফিচার সাপোর্ট করবে। ২০১০ সাল থেকে অ্যাপেল যতগুলো ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করেছে, তার মধ্যে আসন্ন ম্যাক মিনি এম৪ ২০২৪ হবে সবচেয়ে ছোট।

নতুন ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসটি অ্যাপেলের আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি কমপ্যাক্ট হবে। বলা হচ্ছে, এর আকার-আয়তন অনেকটাই অ্যাপেল টিভি স্ট্রিমিং ডিভাইসের মতো হতে চলেছে। অ্যাপেল টিভি বক্সের আকার যেখানে ৩.৭ ইঞ্চি, সেখানেই নতুন ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসটি প্রায় একই আকৃতির হতে পারে।

এম৪ চিপের সাথে নতুন ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসে থাকবে উন্নতমানের এআই ফিচার, যা এবছরের অক্টোবর মাসে লঞ্চ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিভাইসটির অ্যালুমিনিয়াম শেল থাকবে, যা আইপ্যাড প্রো-এর সঙ্গে মিল থাকবে। তবে আকার ছোট হওয়ায় এর পাওয়ার কনজাম্পশনও কম হবে।

ডিভাইসটিতে থাকবে তিনটি ইউএসবি-সি পোর্ট এবং একটি এইচডিএমআই আউটপুট, যা ইউজারদের জন্য আরও সুবিধাজনক হবে। এর অ্যালুমিনিয়াম কেসিং বজায় থাকবে, যা ডিভাইসটির সৌন্দর্য ও স্থায়ীত্ব বাড়াবে।

তবে নতুন ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসটির দাম এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বর্তমান ম্যাক মিনি মডেলের তুলনায় এর দাম বেশি হবে। এছাড়াও, ডিভাইসটিতে কী কী ফিচার থাকবে, তা নিয়ে এখনো সম্পূর্ণ স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!