দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

‘বর্ডার-২’ আসছে বড় পর্দায়: বরুণ ধাওয়ান ও সানি দেওল একসঙ্গে, কোন যুদ্ধের কাহিনী এবার উঠে আসবে?

'বর্ডার-২' আসছে বড় পর্দায়: বরুণ ধাওয়ান ও সানি দেওল একসঙ্গে, কোন যুদ্ধের কাহিনী এবার উঠে আসবে?

‘বর্ডার-২’ নিয়ে এবার বড় পর্দায় আসছে নতুন চমক! বরুণ ধাওয়ান এবং সানি দেওলের মতো তারকা অভিনেতাদের নিয়ে এই সিক্যুয়াল হতে চলেছে আরও বৃহৎ আকারে। জেপি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’ এখনও প্রতিটি ভারতীয়ের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে রাখে। এবার সেই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই।

বরুণ ধাওয়ান সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে তিনি এবার ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করবেন। যদিও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে সানির সঙ্গে কাজ করতে পেরে বরুণ অত্যন্ত উচ্ছ্বসিত। এটি রিমেক নয়, বরং সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসছে ‘বর্ডার-২’, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। সিনেমাটির প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং জেপি দত্ত, যারা একসঙ্গে ভারতীয় সিনেমার ইতিহাসে আরও একটি বড় মাইলফলক সৃষ্টি করতে চলেছেন।

এখনও পর্যন্ত এই সিনেমা কোন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে তা জানা যায়নি, তবে এটি যে ভারতীয় দর্শকদের হৃদয় জয় করবে, তা বলা যেতেই পারে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!