বন্‌ধের সকালে রেল পরিষেবায় ব্যাঘাত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় ট্রেন চলাচল

বন্‌ধের সকালে রেল পরিষেবায় ব্যাঘাত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় ট্রেন চলাচল
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে রেল অবরোধ

২৮শে অগাস্ট, কলকাতাঃ বুধবার সকালে বিজেপির ডাকা বন্‌ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল পরিষেবা ব্যাহত হয়। হাওড়া ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সাময়িকভাবে ট্রেন চলাচলে প্রভাব পড়ে।

হুগলি, কাটোয়া, শিয়ালদহ দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, এবং কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বিভিন্ন লাইনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। বিজেপি সমর্থকেরা রেল অবরোধ করেন, ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল চলাচল ব্যাহত করার চেষ্টা চালান।

হুগলি স্টেশনে বিজেপি কর্মীরা ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন আটকান এবং রেললাইনে শুয়ে পড়েন। ব্যারাকপুর স্টেশনেও বিজেপি কর্মীদের রেল অবরোধের ফলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়।

মুর্শিদাবাদে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি কর্মীরা অবরোধ করেন, ডাউন ভাগীরথী এক্সপ্রেসকে আটকে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেন চলাচল শুরু হয়।

শিয়ালদহ দক্ষিণ শাখাতেও লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল পরিষেবা ব্যাহত করা হয়। ফলে ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তির শিকার হন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। পুলিশ বন্‌ধ সমর্থকদের সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে এবং দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি গন্তব্যের দিকে রওনা দেয়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!