দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
ফুলকির অভিযানে রুদ্রর মুখোশ খুলছে!

ফুলকির অভিযানে রুদ্রর মুখোশ খুলছে!

ফুলকি

১১ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ টায় সম্প্রচারিত হবে জি বাংলায়।

এমএলএ রুদ্র নতুন ব্রিজের উদ্বোধন করলেন। কিন্তু উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই, হঠাৎ করে ব্রিজটি ধসে পড়ল। এই অঘটনে পিয়ালসহ অনেকের গুরুতর আঘাত হয়।

ফুলকি এই ঘটনার পর সন্দেহের দৃষ্টি রুদ্রর দিকে পরল। তার ধারণা, রুদ্রের সঙ্গে ব্রিজ নির্মাণের ঠিকাদারের কোনো সম্পর্ক থাকতে পারে। ফুলকি ঠিকাদারকে খুঁজতে শুরু করলেন, যাতে তার সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

ফুলকি রুদ্রর সামনে এসে দাঁড়াল। তিনি রুদ্রকে কঠোরভাবে চ্যালেঞ্জ করল এবং সাফ জানিয়ে দিল যে তিনি তার সত্যিকারের ভূমিকা প্রকাশ করবে। ফুলকি দৃঢ় প্রতিজ্ঞা করল যে, এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে।

চলমান কাহিনীর দিকে নজর দিন, কারণ রুদ্রের বিরুদ্ধে ফুলকির অভিযান কেমন মোড় নেবে, তা জানা বাকি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!