দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

প্রসেনজিতের সঙ্গে আবারও জুটিতে, নিজের হাতে নায়ককে ইলিশ-চিংড়ি রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা

প্রসেনজিতের সঙ্গে আবারও জুটিতে, নিজের হাতে নায়ককে ইলিশ-চিংড়ি রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা

টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োতে শুটিং চলছে এক নতুন বিজ্ঞাপনের। বাহিরে যেমন ছিল স্টুডিও, ভিতরে পা রাখতেই চোখে পড়বে এক বনেদি বাড়ির অন্দরমহলের সাজ। বাহারি সাজসজ্জা আর দেওয়ালের রঙে জমকালো চেহারা। কিন্তু এখানে কি হচ্ছে? জানতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছে সেটে।

ভেতরে প্রবেশ করতেই দেখা গেল শেষ মুহূর্তের ব্যস্ততা। জানা গেল, বৃহস্পতিবার এখানে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকা নিজের হাতে ইলিশ-চিংড়ি মাছ রেঁধে খাওয়াবেন নায়ককে!

কেন নিজের বাড়িতে নয়, সেটে প্রসেনজিৎকে খাওয়াবেন ঋতুপর্ণা? এর পেছনে রয়েছে একটি গল্প। তাঁরা ৫০টি ছবিতে জুটি বাঁধলেও কখনও বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যায়নি। এবার সেটা হতে চলেছে। একটি বিজ্ঞাপনী সংস্থার রান্নার তেলের প্রচার ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন তাঁরা। খাবারের প্রসঙ্গে থাকবে আনন্দ। এই বিজ্ঞাপনটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

গোটা দিন ধরে চলবে শুটিং। পুজো আসছে, আর বাঙালির উৎসব মানেই রসনাতৃপ্তি। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা খাবারের মাধ্যমে আত্মার বন্ধন দৃঢ় করার বার্তা দেবেন। ইলিশ-চিংড়ির পাশাপাশি তাঁদের খাঁটি বাঙালি খাবার সাজানো হবে। লুচি, আলুর দম, পোলাও, পাঁঠার মাংস— কিছুই বাদ যাবে না! তবে টলিপাড়ায় শোনা যাচ্ছে, প্রসেনজিৎ নাকি খুব কম খান, শশা আর টক দই ছাড়া। টলিউড কি সেইদিন শুধুই দৃষ্টিভোজের মাধ্যমে খাওয়াদাওয়া সেরে ফেলবে? সময়ই দেবে উত্তর।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!