প্রভুভক্ত বোজি: ইস্তানবুলের সারমেয়র প্রভুভক্তির কাহিনি

প্রভুভক্ত বোজি: ইস্তানবুলের সারমেয়র প্রভুভক্তির কাহিনি

অম্বিকা কুন্ডু, কলকাতাঃ ছোটবেলা থেকেই আমরা জানি কুকুর হল প্রভুভক্ত প্রাণী। এই প্রাণীকে নিয়ে আমরা অনেক রচনা লিখেছি ,পড়েছি অনেক গল্প, কবিতা। কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলার কারণ কেউ যদি তাকে একবার খেতে দেয় বা আদর করে তবে সে সারা জীবন সেই মানুষটিকে মনে রাখে।

বইতে পড়া সমস্ত বাক্যকে সঠিক প্রমাণ করেছে তুরস্কের একটি কুকুর। সে তার প্রভুকে স্মরণ করে প্রত্যেকদিন প্রাইস কুড়ি কিলোমিটার এর বেশি যাতায়াত করে। তুরস্কের এই কুকুরটির নাম বোজি। তাকে তুরস্কের ইস্তাবুলের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে দেখা যায়। তার গঠন সোনালী পশম ,ফ্লাপি কান এবং কালো চোখ।

‘বোজি’

সে প্রত্যেকদিন সকালে ৮টার সময় মেট্রোতে করে ৩০ টি স্টেশন পার করে বাস ধরার জন্য বাসস্টপে যায় এবং বাসে করে তার গন্তব্যস্থলে পৌছিয়ে উল্টো দিকের আইল্যান্ডে যাওয়ার K Boarding পয়েন্টে পৌঁছায়।

তার প্রত্যেক দিন এত দূর যাতায়াতের কারণ জানা যায় যে তার মালিক জীবিত থাকাকালীন তাকে নিয়ে ওই একই রাস্তা দিয়ে আইল্যান্ডে নিয়ে যেতেন কিন্তু ৩বছর আগে তার মালিকের মৃত্যু হয়। এবং তার মালিকের মৃত্যুর পর থেকেই সে তার মালিককে স্মৃতিতে প্রত্যেকদিন ওই একই রাস্তায় যাতায়াত করে।

এই কুকুরটির নাম বজি দাওয়া হয়েছে ইস্তাবুলের মেট্রো কর্মীদের দ্বারা। সে পাবলিক ট্রানজিটের সকল নিয়ম-কানুন সঠিকভাবে পালন করে যেমন কোন যাত্রীর নামার এবং ওঠার জন্য অপেক্ষা করা, ভিড় মেট্রোতে মেঝেতেই বসে অপেক্ষা করা ইত্যাদি।

বর্তমানে বজিকে উমার কোক নামক একজন লোকাল ব্যবসায়ী দত্তক নিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!