দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

পুরীতে শুরু হল ‘একেনবাবু’-র শুটিং, অনির্বাণের অভিজ্ঞতা: ‘অনুরাগীরা ছবি তুলছেন দেখলেই’, জানালেন অভিনেতা

পুরীতে শুরু হল ‘একেনবাবু’-র শুটিং, অনির্বাণের অভিজ্ঞতা: ‘অনুরাগীরা ছবি তুলছেন দেখলেই’, জানালেন অভিনেতা

১৭ সেপ্টেম্বর ২০২৪: আবারও একেনবাবুর ভূমিকায় ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে একেনবাবুর নতুন সিরিজ়। দার্জিলিং এবং রাজস্থানের পর এবার একেনবাবুর পরবর্তী অভিযান হচ্ছে বাঙালির অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র পুরীতে। সোমবার থেকে পুরীতে শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অনির্বাণ শেয়ার করলেন নিজের অনুভূতি।

অনির্বাণ ১৪ সেপ্টেম্বর পুরীতে পৌঁছেছেন। রবিবার দলের অন্যান্য সদস্যরা সেখানে এসে পৌঁছান। শুটিং শুরু হয় সোমবার সকাল থেকে। আগে ছেলেবেলায় একবার পুরী ভ্রমণ করলেও শুটিংয়ের কাজে এই প্রথমবার সেখানে এলেন অভিনেতা। নতুন গল্প সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি, তবে বললেন, “সকাল থেকে টানা শুটিং চলছে। গতকাল কিছুটা মেঘলা আবহাওয়া ছিল, বাতাসও ভালো দিচ্ছিল, তাই একটু স্বস্তিতে ছিলাম। তবে রোদ উঠতেই গরম বেড়ে যায়।”

পুরীতে শুটিংয়ের বাইরে কী অন্য কোনও পরিকল্পনা রয়েছে? এই প্রসঙ্গে অনির্বাণ জানান, শিডিউল এতটাই ব্যস্ত যে আলাদা করে ঘুরতে যাওয়ার সময় তিনি পাবেন না। তবে বিভিন্ন লোকেশনে শুটিং চলবে, যার ফলে কাজের পাশাপাশি ভ্রমণের স্বাদও কিছুটা পাবেন তিনি। জগন্নাথ দর্শন করতে পারবেন কিনা, তাও নিশ্চিত নন তিনি। অনির্বাণের কথায়, “আমার হাতে একদম সময় নেই। সুহোত্র (বাপি চরিত্রে) এবং সোমক (প্রমথ চরিত্রে) দু’জনেরই হাতে বিশেষ সময় থাকবে না। কারণ, বেশিরভাগ দৃশ্যে আমাদের তিনজনকেই প্রয়োজন।”

প্রথম দিন পুরী শহরের বিভিন্ন সড়কে শুটিং করেছে ইউনিট। পূজোর আগে পুরীতে পর্যটকদের ভিড়ও যথেষ্ট। অনির্বাণ জানান, শুটিং চলার সময়ই তাঁকে চিনে অনুরাগীরা এগিয়ে এসে কথা বলছেন, শুটিং দেখছেন এবং দূর থেকেই ছবি তুলছেন। শুটিংয়ের মধ্যে সেলফি তোলার অনুরোধ রাখার সুযোগ না থাকলেও, অনেকেই দূর থেকে শুটিংয়ের ছবি তুলে নিচ্ছেন বলে জানালেন অভিনেতা হাসতে হাসতে।

পুরী ছাড়াও কোণার্ক মন্দির, রঘুরাজপুর এবং উদয়গিরিতেও এই সিরিজ়ের শুটিং হবে। আগামী ২৩ সেপ্টেম্বর শুটিং শেষে কলকাতায় ফিরবেন অনির্বাণ এবং তাঁর সহ-অভিনেতারা। শোনা যাচ্ছে, একেনবাবুর নতুন সিরিজ় মুক্তি পাবে বছরের শেষ দিকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!