দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
পুরনো ছন্দে ফিরছেন দেব: বছরের শেষে বাণিজ্যিক ছবিতে ধামাকা নিয়ে হাজির সুপারস্টার

পুরনো ছন্দে ফিরছেন দেব: বছরের শেষে বাণিজ্যিক ছবিতে ধামাকা নিয়ে হাজির সুপারস্টার

এক সময় বাণিজ্যিক ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে সুপারস্টারের স্বীকৃতি পেয়েছিলেন দেব। এরপর প্রযোজনায় হাত রেখে নতুন ধারার ছবিতে মনোযোগী হয়ে ওঠেন। তবে বছরের শেষ লগ্নে ‘খাদান’ ছবির মাধ্যমে তিনি আবারও ফিরছেন তার পুরনো চেনা ছন্দে। প্রায় এক দশক পর, বাণিজ্যিক ধারার ছবিতে ফিরতে গিয়ে কী পরিবর্তনের কথা জানালেন দেব?

পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘টেক্কা’ ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের অভিনয় প্রশংসিত হয়েছে। ২০১৭ সালে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক করার পর থেকেই নিজের চরিত্রে বিভিন্ন রূপে নিজেকে ভেঙে গড়ছেন দেব। নাচ-গানের চেনা ধাঁচ থেকে সরে এসে অভিনয় এবং লুকের প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন তিনি। তবে ‘খাদান’ ছবির মাধ্যমে বাণিজ্যিক বাংলা ছবির সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনতে আগ্রহী দেব। ছবির প্রথম ঝলকে ধরা পড়েছে তার এক নতুন অ্যাকশন অবতার, যা ইতিমধ্যেই অনুরাগীদের মুগ্ধ করেছে।

রবিবার ‘খাদান’-এর প্রথম গানের ঝলক প্রকাশ্যে আসে। ‘রাজার রাজা’ শিরোনামের এই গানে দেবকে দেখা গেছে নাচতে। গত কয়েক বছর ধরেই অন্য ধারার ছবিতে অভিনয় করে আসছেন তিনি, যেখানে নাচের তেমন প্রয়োজন পড়েনি। গানের ঝলক শেয়ার করে দেব লিখেছেন, “চলুন, পুরনো দিনে ফেরা যাক। প্রায় ১০ বছর পর আবার নাচ করব। আশা করছি, এই ছবিতে আপনারা পরিচিত দেবকে আবারও খুঁজে পাবেন।”

দেবের এই পোস্টের পর থেকেই উচ্ছ্বসিত তার অনুরাগীরা। কেউ তার প্রত্যাবর্তনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, আবার কেউ দেবের বাণিজ্যিক ও সমান্তরাল ঘরানার ছবিতে একসঙ্গে দক্ষতার পরিচয় দেয়ার প্রশংসা করেছেন। অনুরাগীরা এখন ‘খাদান’-এর মুক্তির জন্য অধীর আগ্রহে দিন গুনছেন। শোনা যাচ্ছে, দেব বর্তমানে ‘রঘু ডাকাত’ ছবির প্রস্তুতিতেও মন দিয়েছেন। পাশাপাশি বছরশেষে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’ এবং প্রতিম ডি গুপ্তের পরিচালনায় ‘চালচিত্র’ ছবি নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!