অম্বিকা কুন্ডু, কলকাতা: বাঙালির পুজো এবার পুজো কাটতে চলেছে “টেক্কা” দিয়ে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি “টেক্কা” এর শুভ মুক্তি পেতে চলেছে ৮ই অক্টোবর। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা রুক্মিণী ও দেব কে l আর জি কর কাণ্ডকে ঘিরে গোটা রাজ্যে অহরহ প্রতিবাদ লেগেই রয়েছে। এরই মাঝে মুক্তি পেতে চলেছে টেক্কা ।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে “ইরা” চরিত্রে দেখা যাবে “স্বস্তিকা মুখার্জিকে” ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চুড়িদার পরিহিতা, ঘাড় পর্যন্ত ছোট চুল, মায়াবী লুক, ও হ একটি সফটওয়্যার হাতে “ইরা” ,তাসের “Q” অর্থাৎ কুইন।
সামাজিক মাধ্যমে এই ছবিটি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন -‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক… এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে! বোর্ডরুমের রানি খেলা শুরু করলে সব বাজি বন্ধ হয়ে যায়! পরিচয় করা যাক ইরার সঙ্গে!’
“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….”
— Dev (@idevadhikari) September 7, 2024
এবার পুজোয় দেখা হচ্ছে #Tekka-র সাথে!
All bets are off when the Queen of the boardroom Mothers the game!🔥
Introducing Ira! 👸🏻#TekkaPoster #UnveilTheMystery #BiggestThriller2024 #Dev45 #ReleasingOct8 #ThisPuja pic.twitter.com/ZtPqUDfP1R
স্বস্তিকার ওই পোস্টে তার অনুরাগীরা কমেন্ট করেছেন-‘টেক্কা রকস! অধীর আগ্রহে অপেক্ষায়… সৃজিত দা ফর্মে।’ অপর একজন লেখেন, ‘যত বেশি চরিত্ররা প্রকাশ্যে আসছে তত বেশি করে উত্তেজনা বাড়ছে।
‘অক্টোবর তো জমে ক্ষীর’। ‘অবশেষে অনেকদিন পর বড়পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখতে পাব’।
Here’s a glimpse of the behind the look of Maya’s character.#Tekka releasing in theatres this puja on 8th October.#Maya #BehindTheLook #ReleasingOct8 #ThisPuja@idevadhikari @swastika24 @RukminiMaitra @srijitspeaketh @ranajoybh @itsmodhura @PicturesPVR pic.twitter.com/17iZEuiT8e
— Dev Entertainment Ventures (@devpl_official) September 4, 2024
ছবি মুক্তির ১ মাস বাকি থাকার কারণে সকল চরিত্রগুলি প্রকাশ্যে আসছে।