দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

পুজোর সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর

পুজোর সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর

২৮ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। আর কয়েকদিনের অপেক্ষা। তার মধ্যেই শহরের আকাশে ভাসছে নিম্নচাপের ছায়া। সারাদিন ধরে চলা বৃষ্টিতে ভিজে যাচ্ছে কলকাতা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবারের পুজো কি ভাসিয়ে দেবে বৃষ্টি? শুক্রবার এই প্রশ্নের জবাব দিল আলিপুরের আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুজোর শুরুর দিনগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

দক্ষিণবঙ্গে পুজোর সময়ের আবহাওয়া:

এবছর দেবীপক্ষ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে, ষষ্ঠীর দিন ৯ অক্টোবর। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তবে সুখবর এই যে, সপ্তমী থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে সে সময় আর খুব বেশি বৃষ্টির আশঙ্কা নেই।

উত্তরবঙ্গে পুজোর সময়ের আবহাওয়া:

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি, কিছু এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্তও উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, এবং বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখন দেখার বিষয়, আসন্ন পুজোতে প্রকৃতির কৃপা পুজোর আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দেয় কি না। তবে সপ্তমী থেকে বৃষ্টি কমে আসার আশা রেখে, শহরবাসীকে পুজোর আনন্দ উপভোগের প্রস্তুতি নিতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!