দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

পুজোর আগে রূপমের কণ্ঠে ‘নৌকা বিলাসী’— রক সুরে নতুন চমক

পুজোর আগে রূপমের কণ্ঠে ‘নৌকা বিলাসী’— রক সুরে নতুন চমক

২১ সেপ্টেম্বর ২০২৪ঃ আরজি কর-কাণ্ডের আবহে বাংলা উৎসব ফিরবে কি না, তা নিয়ে চলছিল আলোচনা। তবে বাঙালির উৎসবের আমেজে আসন্ন পুজোর আগে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এর মধ্যেই শুক্রবার মুক্তি পাচ্ছে রূপম ইসলামের কণ্ঠে নতুন গান ‘নৌকা বিলাসী’।

পুজোর সময় সাধারণত ‘পুজোর গান’ প্রকাশের ধারা চলে। কিন্তু ‘নৌকা বিলাসী’ সেই ট্র্যাডিশন থেকে ভিন্ন, কারণ এটি রক ঘরানার গান। গানের ভিডিওটি ব্যান্ড পারফরম্যান্স আকারে তৈরি হয়েছে। গানটির সুরারোপ করেছেন শিলাদিত্য ও সোম, গীতা লিখেছেন সোহম মজুমদার, এবং গিটার বাজিয়েছেন অমিত দত্ত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রিঙ্গো। রূপম জানালেন, “অমিতের সঙ্গে কাজ করা সবসময় শিক্ষণীয়। শিলাদিত্য-সোমের সঙ্গীতও অসাধারণ, কাজটা সত্যিই উপভোগ করেছি।”

গানের মধ্যে বর্তমান পরিস্থিতির কোনো প্রতিফলন থাকবে না বলেই স্পষ্ট করলেন রূপম। তাঁর কথায়, “এই গানে শুধু নির্মল আনন্দ রয়েছে।”

কিন্তু পুজোর আগে রক গান কেন? শিলাদিত্যের মতে, “সময়ের সঙ্গে গানের ধারা বদলাচ্ছে। আমরা চেয়েছিলাম শ্রোতাদের অন্য ধরনের কিছু উপহার দিতে।” আরজি কর-কাণ্ডের জেরে গানটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শিলাদিত্য বললেন, “আন্দোলনকে সমর্থন জানালেও কাজ থেমে থাকতে পারে না। পুজোয় যেমন বাংলা সিনেমাও মুক্তি পাচ্ছে, তেমনই কাজ চলতেই থাকবে।”

এটি পাঁচটি রক গানের একটি সিরিজের প্রথম গান। শিলাদিত্য জানালেন, দ্বিতীয় গানটির জন্য বাংলাদেশি গায়ক জেমস-এর সঙ্গে কথা চলছে। ‘নৌকা বিলাসী’ প্রকাশ করছে আশা অডিয়ো।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!