‘নিম ফুলের মধু’: আজকাল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে বাবুর মাকে কম দেখা যাচ্ছে, কিন্তু কেন?
এই প্রসঙ্গে মুখ খুললেন আরিজিতা। দত্ত পরিবারে আবারও শুরু হয়েছে বিবাহ অভিযানের প্রস্তুতি! টিআরপি তালিকায় পিছিয়ে যাওয়ার পর, জি বাংলা কর্তৃপক্ষ এবার ভক্তদের দাবি মেনে নতুন প্রোমো প্রকাশ করেছে ‘নিম ফুলের মধু’র। প্রোমোটি দেখে উচ্ছ্বসিত সিরিজের অনুরাগীরা। সৃজনের সংসার রক্ষা করতে অভিমন্যুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে পর্ণা!
সৃজনের স্ত্রী সুইটিকে ভুল বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে পর্ণা। অন্যদিকে, সৃজন যখন এই খবর শুনে, সে দৃঢ়প্রতিজ্ঞ হয়, পর্ণার বিয়ে হবে ঠিকই, কিন্তু পাত্র হবে না অভিমন্যু, সেই জায়গা নেবে সৃজন নিজে। ভালোবাসার মানুষকে সহজে হারাতে চায় না সে। কিন্তু এই প্রোমোতে বাবুর মায়ের অনুপস্থিতি চোখে পড়ার মতো! পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গেলেও, নেই পর্ণার শাশুড়ি।

গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রটি গুরুত্ব হারাচ্ছে। অখিলেশ-ললিতার বিয়ে নিয়ে যেখানে হইচই চলছে, সেখানে কৃষ্ণার ভূমিকা কিছুটা কমে এসেছে। ‘বাবুর মা’ চরিত্রটি আরিজিতাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ‘নিম ফুলের মধু’র মেকআপ রুমটি তাঁর দ্বিতীয় বাড়ির মতো। প্রায় সমবয়সী অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে দ্বিধা করেননি আরিজিতা, বরং নিজের চরিত্রের প্রতি সুবিচার করেছেন। দর্শকদের কঠিন মন্তব্যও তিনি আশীর্বাদ হিসেবে মেনে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিজিতা বলেন, “শুরুতে জানতাম না কতটা সুবিচার করতে পারব, কিন্তু পরে দেখি আমি বাবুর মা হিসেবেই পরিচিত হয়ে গেছি।”
কৃষ্ণার চরিত্রের গুরুত্ব কমে আসায় কি তিনি চিন্তিত? আরিজিতা জানান, “শিল্পীদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, কিছু ছাড়তেও হয়। কৃষ্ণা চরিত্রের গুরুত্ব কমেনি, বরং সময়টা কমে এসেছে।” আগেও একসঙ্গে দুটি মেগা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু ‘নিম ফুলের মধু’র ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। এমনকি এই সিরিয়ালের জন্য একাধিক ছবির অফারও তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে আফসোস থেকেই গেছে। আসলে অভিনেতাদের জীবনটাই এমন— ভালো সময়ে কাজের অভাব থাকে না, আর কাজ না থাকলে একেবারেই নেই!
আগামী ২৬ থেকে ৩১ আগস্ট, অর্থাৎ আগামী সপ্তাহে ‘নিম ফুলের মধু’তে পর্ণার নতুন বিবাহ অভিযান উঠে আসবে। প্রোমোতে দেখা গিয়েছে, পর্ণা সৃজনের বাবাকে ফোন করে জানায় যে, সে অভিমন্যুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সৃজনের বাবা দৌড়ে গিয়ে সৃজনকে সবটা বলেন। সৃজন তখন কাপড় ধোয়ার কাজ ফেলে রেখে বলে, “বিয়ে আজই হবে, কিন্তু পাত্র আমি।” প্রোমোর শেষে দেখা যায়, পুরোহিতের বেশে ধ্যাষ্টামো করছেন জেঠু এবং বৃদ্ধার বেশে রয়েছেন জেঠি। এছাড়াও চয়ণ গোঁফ লাগিয়ে কপালে তিলক কেটে একটু শেঠের মতো দেখা দিলেন, আর রুচিরা সাজলেন ওয়েট্রেস হিসেবে। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই প্রোমোর ভিউ সংখ্যা ফেসবুকে ৩০ লক্ষ ছাড়িয়েছে! বোঝাই যাচ্ছে, এই ট্র্যাক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।