দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

“নিম ফুলের মধু: ২০ বছর পর পর্ণার জীবনে আসছে বড় চমক!”

"নিম ফুলের মধু: ২০ বছর পর পর্ণার জীবনে আসছে বড় চমক!"

নিম ফুলের মধু ধারাবাহিকে এবার আসছে নতুন চমক! ২০ বছরের সময় সাপেক্ষে গল্প এক লাফে এগিয়ে যাবে, আর সেই ঝলক প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ধারাবাহিকের এই নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অনেক বড় পরিবর্তন। পর্ণা ও সৃজনের জীবনে অনেক কিছু বদলে গেছে এবং দর্শকদের জন্য অপেক্ষা করছে একাধিক চমক!

নতুন প্রোমোতে কী দেখা গেল? নতুন প্রোমোতে দেখা গেছে, গল্প ২০ বছর এগিয়ে যাবে। পর্ণার জ্যাঠশ্বশুড় আর নেই, শাশুড়ি আরও বৃদ্ধ হয়েছেন এবং পুটি অর্থাৎ পর্ণা ও সৃজনের মেয়ে বড় হয়ে গিয়েছে। গোধূলি আলাপ, আলোর কোলে সোমু সরকারের এন্ট্রি হয়ে গেছে। এই ২০ বছরে দত্ত বাড়িতে কী কী পরিবর্তন হয়েছে তা উঠে এসেছে প্রোমোতে।

প্রোমোতে আরও দেখা যায়, পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে এবং সৃজন হারিয়ে যাওয়ার পর সে শোকগ্রস্ত। এমন সময় বাড়িতে পুলিশ এসে জানায় যে, সৃজনের খোঁজে সাহায্য করতে হবে। ছবির মুখ ঢাকা একজন ব্যক্তির ছবি দেখা যায়, যিনি পর্ণার হারিয়ে যাওয়া স্বামী সৃজন। এ থেকেই স্পষ্ট যে, গল্পে এক বড় টুইস্ট আসতে চলেছে।

দর্শকদের প্রতিক্রিয়া: প্রোমোটি প্রকাশিত হওয়ার পর, দর্শকরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আর কত টানবেন? এবার তো গল্পের গরু গাছে উঠবে।’ কেউ আবার বলছেন, ‘দারুণ চমক! গল্পটা এবার জমবে।’ বেশিরভাগ দর্শকই এই নতুন টুইস্টে খুশি এবং আগ্রহী।

নিম ফুলের মধু ধারাবাহিক সম্পর্কে: নিম ফুলের মধু ধারাবাহিকটি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। পল্লবী রুবেলের অভিনয়ে এই মেগা সেরা পাঁচে নিজের স্থান ধরে রেখেছে। জি বাংলায় এটি রোজ সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!