Ad_vid_720X90 (1)
Advertisment
নভেম্বরের শেষে কলকাতার তাপমাত্রা বেড়ে গেল, বৃষ্টি হতে পারে দক্ষিণের কিছু জেলায়

নভেম্বরের শেষে কলকাতার তাপমাত্রা বেড়ে গেল, বৃষ্টি হতে পারে দক্ষিণের কিছু জেলায়

কলকাতার তাপমাত্রায় একদিনেই বড়সড় পরিবর্তন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পারদ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা ওপরে উঠেছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নভেম্বরের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর পরোক্ষ প্রভাবেই তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা দেখা দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে, বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। তবে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে রাতের ঠান্ডার আমেজ কিছুটা কমবে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!