Ad_vid_720X90 (1)
Advertisment
নতুন রূপে শাহিদ কাপুর, "দেবা"-র টিজার মাতাল দর্শকদের মন

নতুন রূপে শাহিদ কাপুর, “দেবা”-র টিজার মাতাল দর্শকদের মন

“কবীর সিং” বক্স অফিসে ঝড় তোলার পর এবার আরও এক ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাহিদ কাপুর। নতুন ছবি “দেবা”-তে (Deva) দেখা যাবে তাঁকে এক পুলিস অফিসারের চরিত্রে, যে এক জটিল হাই-প্রোফাইল মামলার তদন্ত করতে গিয়ে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার জট খুলে ফেলে। গতকাল এই ছবির টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া পড়েছে।

টিজারে শাহিদ কাপুরকে একদম নতুন অবতারে দেখা গেছে। শুরুতেই শাহিদকে নাচতে দেখা যায়। এরপর টিজারে উঠে আসে বেশ কয়েকটি শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য, যা দর্শকদের মন কেড়েছে। তবে টিজারের শেষে ‘আলা রে আলা দেব আলা’ সংলাপটি ছবিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নির্মাতাদের মতে, “দেবা” ছবিতে শাহিদ কাপুরের অভিনয় ও অ্যাকশন নতুন মাত্রা যোগ করবে। ছবিতে পূজা হেগড়ে, পাভেল গুলাটি, কুব্রা সেঠ, ও প্রবেশ রানার মতো তারকারা অভিনয় করছেন। অনেকেই এই ছবি দেখে ২০১৩ সালের “মুম্বই পুলিস” ছবির রিমেক বলে মনে করছেন, তবে এই বিষয়ে নির্মাতারা কিছু জানায়নি।

প্রথমে ছবিটি ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ভক্তদের জন্য অপেক্ষার সময় কমিয়ে ৩১ জানুয়ারি, ২০২৫-এ বড় পর্দায় মুক্তি পাচ্ছে “দেবা”। নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই ছবির ট্রেলারও প্রকাশ্যে আনা হবে।


Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!