নতুন বছর শুরু হতেই টলিউড অভিনেতা দেব চমক দিলেন জোড়া ছবির ঘোষণার মাধ্যমে। ১লা জানুয়ারি তিনি তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’-এর কাজ শুরু করার ঘোষণা দেন। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনায় থাকছে এসভিএফ। দীর্ঘদিন টালবাহানার পর অবশেষে শুটিং শুরু হতে চলেছে। ‘গোলন্দাজ’-এর পর আবারও এসভিএফের সঙ্গে জুটি বাঁধছেন দেব।
এরপরেই আরও একটি বড় ঘোষণায় আসরে নেমেছেন দেব। এবার অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের পরিচালনায় আসছে ‘প্রজাপতি ২’। অতনু-অভিজিৎ এবং দেবের এই ত্রয়ী এর আগে ‘টনিক’ এবং ‘প্রজাপতি’-এর মতো ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিল। সিক্যুয়াল ছবিটিও ফ্যামিলি ড্রামার আদলে নির্মিত হবে বলে জানা যাচ্ছে।
Few untold stories of 2024 will be told in 2025…
— Dev (@idevadhikari) January 1, 2025
Super happy to announce our next….
Projapati 2@BengalTalkies @devpl_official @AVIJIT416 @AdvARC_official pic.twitter.com/n67UPEKUtJ
‘রঘু ডাকাত’: ঐতিহাসিক গল্পে দেব
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি বাংলার এক প্রবাদপ্রতিম ডাকাত রঘুর জীবন ও তার সংগ্রামের গল্পকে তুলে ধরবে। শুটিং শুরু হওয়ার অপেক্ষায় ছিল বহুদিন ধরে, তবে এবার নতুন বছরে সেটি বাস্তবায়নের পথে।
‘প্রজাপতি ২’: ফ্যামিলি ড্রামার প্রত্যাবর্তন
প্রথম কিস্তি ‘প্রজাপতি’-র সাফল্যের পর, দ্বিতীয় অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত দর্শক। মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করের মতো তারকা এই ছবিতে থাকতে পারেন। তবে শ্বেতা ভট্টাচার্য্য এবং তাসনিয়া ফারিনের মধ্যে কে থাকবেন, তা নিয়ে জল্পনা চলছে। শীতেই মুক্তির পরিকল্পনা থাকায় শুটিং খুব শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেবের এই দুই ছবির ঘোষণায় উচ্ছ্বসিত দর্শকরা। তার ভক্তদের আশা, দুই ছবিই বক্স অফিসে সাফল্য এনে দেবে।