০২ জানুয়ারি ২০২৫, কলকাতা : কাঁপানো ঠান্ডা না হলেও শহরে ফিরেছে শীত। নতুন বছরের প্রথম দিনে কলকাতার মানুষ পেয়েছেন এক অনন্য উপহার— মনোরম আবহাওয়া। শীত পড়তেই বুধবার ভিড় উপচে পড়েছে চিড়িয়াখানা, ইকো পার্কসহ বিভিন্ন জনপ্রিয় স্থানে। শপিং মল, পার্ক এবং মাল্টিপ্লেক্সেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
তবে বড়দিনের তুলনায় বছরের প্রথম দিনে ইকো পার্কই এগিয়ে ছিল দর্শকের সংখ্যা দিয়ে। গত কয়েক দিন ধরে চিড়িয়াখানার দর্শকদের মধ্যে বাঁকুড়া থেকে আনা বাঘিনী জিনাতকে দেখার প্রবল আগ্রহ দেখা গিয়েছে। বুধবারও অনেকেই এসেছিলেন বিশেষভাবে তাঁকে দেখার জন্য। তবু চিড়িয়াখানার মূল আকর্ষণ ছিল প্রাণীদের বিশুদ্ধ দর্শনের আনন্দ। এ দিন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৮৫,০০০ দর্শক।
নিউ টাউনের ইকো পার্কে ভিড় ছাড়িয়েছে ৯১,০০০। ইকো পার্কের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পাশের মাদার ওয়াক্স মিউজিয়াম, মিনি চিড়িয়াখানাও দর্শকদের আকর্ষণ করেছে।
এ ছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সায়েন্স সিটি ছিল দর্শকের তালিকায় পরের দুটি স্থানে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এ দিন ৩৮,৩৫০ জন মানুষ ভিড় করেন। সায়েন্স সিটিতে উপস্থিত ছিলেন ৩০,৩১৬ জন।
নগরীর অন্যান্য দর্শনীয় স্থান যেমন মিলেনিয়াম পার্ক, আউট্রাম ঘাট, শিবপুর বোটানিক গার্ডেন, নলবন এবং বিশ্ববাংলা গেটেও মানুষের সমাগম ছিল উল্লেখযোগ্য।