Ad_vid_720X90 (1)
Advertisment
দেবের নতুন সিনেমা ‘টেক্কা’: জোকারের চরিত্র ইকলাখের উন্মোচন

দেবের নতুন সিনেমা ‘টেক্কা’: জোকারের চরিত্র ইকলাখের উন্মোচন

পুজোর আগে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘টেক্কা’। ধীরে ধীরে ছবির অভিনেতাদের চরিত্র এবং লুক প্রকাশ করা হচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রর পর এবার দেব নিজেই তাঁর চরিত্রের পরিচয় দিলেন। তিনি হলেন ‘টেক্কার’ জোকার, যাঁর নাম ইকলাখ।

দেব সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তাসের জোকারের প্রতীক এবং হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর চোখে-মুখে একটি অদ্ভুত কষ্টের ছাপ। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক… এবার পুজোয় দেখা হবে টেক্কার সঙ্গে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “মরিয়া হয়ে গেলে আর কোনও নিয়ম মানে না, নিজে নিয়ম বানায়। জ্যাক পথে নামলে শোরগোল তাকেই ফলো করে। ইকলাখের সঙ্গে আলাপ করুন।”

সম্প্রতি, দেব স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করেন, যেখানে স্বস্তিকা চুড়িদার পরে দাঁড়িয়ে আছেন এবং তাঁর নাম হবে ইরা। দেব লেখেন, “সব চাল বিফল হয়ে যায় যখন বোর্ডরুমের মা অর্থাৎ রানি খেলায় প্রবেশ করে। আলাপ করুন ইরার সঙ্গে।” রুক্মিণী মৈত্রর চরিত্রের বিষয়ে তিনি জানান, “ক্ষমতা, দায়িত্ব, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।”

টেক্কা সম্পর্কিত অন্যান্য তথ্য

এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে, আর রুক্মিণী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া অনির্বাণ চক্রবর্তী ও অন্যান্য শিল্পীরা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।

‘টেক্কা’ ৮ অক্টোবর মুক্তি পাবে। পুজোর মরসুমে দেবের ‘টেক্কা’ ছাড়াও এসভিএফ-এর ‘সন্তান’ ছবিটি মুক্তি পাচ্ছে, যা রাজ চক্রবর্তী পরিচালনা করেছেন। এই ছবিতে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছেন। পাশাপাশি, পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী তো আছেই’, যেখানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তী অভিনয় করছেন, সেটিও মুক্তি পাবে একই দিনে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!