দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
দেবী দুর্গার আগমন এবং গমন কি নির্দেশ করে?

দেবী দুর্গার আগমন এবং গমন কি নির্দেশ করে?

দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর বা অন্য ভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে।

সিংহ বাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন এবং গমন করেন। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর বা অন্য ভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে।

দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর। যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত।

দেবী দুর্গার আগমন এবং গমন কি নির্দেশ করে?

দোলা– দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল- দোলায়াং মকরং ভবেৎ – অর্থাৎ মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা।

ঘোটক – অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় আগমন বা গমনের ফল- ছত্রভংস্তুরঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা।

নৌকা– নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝান হয় শস্যবৃদ্ধিস্তুথাজলম, শস্যপূর্ণ বসুন্ধরা, কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভুমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা।

গজ- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ হস্তী বা হাতি। হস্তী বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। ফল- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা।

সপ্তমী বা দশমী কী বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সে বছর কীসে আসবেন ও কীসে যাবেন। আবার তাঁর নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে।

“ রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।”

অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”। পৌরাণিক কাল থেকে দেব-দেবী, রাজা- মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতি রাজকীয় মর্যাদা পেয়েছে। হয়তো সেজন্যই দেবী দুর্গার গজে আগমন ও গমনকে কেন্দ্র করে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্যের কল্পনা করা হয়েছে।

একই ভাবে শনিবার বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে, ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল- “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। ঘোটক বা ঘোড়া যেমন ছটফটে কেমনই ঘোটকে আগমন ও গমনে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান- পতন ও সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা, দুর্ঘটনা, অপমৃত্যু প্রকাশ পাবে।

সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা যেন চরাচর দুলিয়ে দিয়ে যাবে। মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, দুর্ভিক্ষ, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে।

যদি বুধবারে সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যান হবে নৌকা। অর্থাৎ আগমন ও গমন হবে, নৌকায়। এর ফল-“শস্যবৃদ্ধিস্তুথাজলম”। এ ক্ষেত্রে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির ফলে একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি অন্যদিকে দ্বিগুণ শস্যবৃদ্ধি।

তাহলে দেখা যাচ্ছে যে, একমাত্র গজ ছাড়া দেবী দুর্গার অন্য তিন যানবাহনের ফলই ধ্বংসাত্মক। শুধুমাত্র গজই প্রয়োজনীয় বৃষ্টিধারায় বসুন্ধরাকে ধন-ধান্যে সমৃদ্ধ করে তোলে। যদিও এই শ্লোক বা তার ফলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ হিন্দু শাস্ত্রে সবকিছুই নির্ধারিত হয়েছে তিথি অনুসারে। তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এই শ্লোক তৈরি হয়েছে বার অনুসারে।

এবছর অর্থাৎ ২০২৪ শে ক্যালেন্ডার অনুযায়ী রবিবার দশমী হলেও পঞ্জিকা মতে দশমী শনিবার পড়েছে। কারণ অষ্টমী আর নবমী একই দিনে আসতে চলেছে।

দেখে নেওয়া যাক মায়ের এবছর পূজো নির্ঘন্ট ও আগমন গমনের ফলাফল।

শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘন্ট-

বাংলা ১৪৩১ ইং 2024

২১শে আশ্বিন ইং8/10 মঙ্গলবার পঞ্চমী দিবা-৭:১০:৪৪সেঃ পর্য্যন্ত। সায়ংকালে শারদীয়া শ্রীশ্রীদুর্গাদেবীর বোধন পূজা।

🌺২২শে আশ্বিন ইং9/10 বুধবার ষষ্ঠী দিবা ৭:৩১মিঃ পর্য্যন্ত। প্রাতঃ ৫:৩৪মিঃ থেকে দিবা ৭প:৩১মিঃ মধ্যে শ্রীশ্রীদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা।

সায়ংকালে শ্রীশ্রীদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

🌺২৩শে আশ্বিন ইং10/10 বৃহঃবার সপ্তমী দিবা ৭:২৩:৪৫সেঃ পর্য্যন্ত। প্রাতঃ ৫:৩৪মিঃ থেকে দিবা ৭:২৩ মিঃ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সহ সপ্তমী বিহিত পূজা ও সপ্তম্যাদি কল্পারম্ভ।

দেবী দোলায় আগমন।

🌺২৪শে আশ্বিন ইং11/10 শুক্রবার মহাঅষ্টমী দিবা ৬:৪৬:৫৮সেঃ পর্য্যন্ত। প্রাতঃ ৫:৩৪মিঃ থেকে ৬:২৩মিঃ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ।

সন্ধিপূজা দিবা-৬:২৩মিঃ পূজারম্ভ। ৬:৪৭মিঃ থেকে বলিদান। ৭:১১মিঃ মধ্যে পূজাসমাপ্ত।

পরে মহানবমী-

বারবেলার কারনে দিবা ৭:১২মিঃ থেকে ৮:২৮মিঃ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা ও কেবল মহানবমীকল্পারম্ভ। শ্রীশ্রীদেবীর নবরাত্রি ব্রতসমাপ্ত।

🌺২৫শে আশ্বিন ইং12/10 শনিবার মহানবমী প্রাতঃ ৫:৪২:৩৮সেঃ পর্য্যন্ত। পরে দশমী রাত্রিশেষ ৪:১৩:১৭সেঃ পর্য্যন্ত।

প্রাতঃ ৫:৩৪মিঃ থেকে ৫:৪২মিঃ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর নবমী বিহিত অধিক পূজা।

🌺পরে দিবা-৭:০২মিঃ থেকে ৯:২৭মিঃ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর দশমীবিহিত পূজা ও বিসর্জ্জন।

দেবী ঘোটকে গমন।

অর্থাৎ এই বছর মহামারী ও যুদ্ধ বিগ্রহের প্রবল সম্ভাবনা রয়েছে। সকলে সাবধানে থাকুন, মায়ের শরণে থাকুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!