দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

দুর্গা পূজোর চোখ ধাঁধানো ১০০ ফুটের দুর্গা মূর্তি দেখা যাবে সোদপুরে।

অম্বিকা কুন্ডু, কলকাতা
দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর মাত্র ৭ দিনের দূরত্বে। রাত পোহালেই মহালয়া। বহু প্রতিবাদের মাঝেও কলকাতায় মাকে আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই। কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী সমস্ত জায়গায় মা এর আগমনের জন্য প্যান্ডেল সুসজ্জিত করা হচ্ছে।

মা এর আগমনের জন্য এবছর সোদপুর শহীদ কলোনির পুজোর ৭৫বছর পূর্ণ হওয়া উপলক্ষে ১০০ ফুটের দুর্গা মা এর মূর্তি আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। দর্শনার্থীদের চোখ ধাঁধানো মূর্তি হতে চলেছে এটি এমনটাই দাবি পুজো কমিটির সদস্যদের।

পুজোয় সুরক্ষা ও নিরাপত্তার উপর প্রবল জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন।নিরাপত্তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং অসংখ্য ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হবে এলাকা। এতে যেকোনো ঝুঁকি কমবে। কমিটির সেক্রেটারি তন্ময় দাস আশ্বস্ত করেছেন যে তাঁরা একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!