দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

দুর্গাপুজোয় ভারতে ইলিশের আমদানি হবে না, স্পষ্ট জানালেন বাংলাদেশের ফরিদা আখতার

দুর্গাপুজোয় ভারতে ইলিশের আমদানি হবে না, স্পষ্ট জানালেন বাংলাদেশের ফরিদা আখতার

দুর্গাপুজোর সময় আর বেশি দেরি নেই। এক মাসের মধ্যেই বাংলাজুড়ে শুরু হবে উৎসবের আনন্দ। কিন্তু পদ্মা নদীর বিখ্যাত ইলিশ মাছ কি এবার দুর্গাপুজোয় মিলবে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই প্রশ্নটি পশ্চিমবঙ্গবাসীর মনে বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে বাংলাদেশের অন্তবর্তী সরকার এই বিষয়ে পরিষ্কার অবস্থান প্রকাশ করেছে। দুর্গাপুজোর জন্য বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়ে ফরিদা আখতার একথা বলেন। তিনি জানান, সরকার এবার মাংসও আমদানি করবে না।

প্রতি বছর দুর্গাপুজোর আগে ওপার বাংলার ইলিশ এপার বাংলায় আসে। ২০২৩ সালে প্রায় ১৪ টন ইলিশ এসেছিল। কিন্তু এবারে সেই প্রবাহ আর হবে না। পদ্মার ইলিশ ছাড়া এবারে দুর্গাপুজোয় ভোজনরসিক বাঙালিকে কষ্ট করতে হবে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশের তরফ থেকে অন্যান্য দেশে ইলিশ রফতানি বন্ধ থাকলেও শুধুমাত্র ভারতে মাছ বিক্রির অনুমতি দেওয়া হয়। হাসিনা সরকার গত ছয় বছর ধরে পুজোর সময় এপার বাংলাকে উপহার হিসেবে ইলিশ দেওয়ার প্রথা চালু করে। তবে ঢাকার অন্তর্বর্তী সরকার আসার পর ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দায়িত্ব নেওয়ার পর সেদেশের মৎস্য উপদেষ্টা বাংলাদেশের বাজারে ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। ক্রেতাদের নাগালের মধ্যে দাম রাখতে ভারতে রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দুর্গাপুজোর জন্য বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না, ফরিদা আখতার এই কথা স্পষ্ট জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!