বছরের শুরুতেই সুখবর শেয়ার করেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আর এখন, সেই বিশেষ মুহূর্ত ক্রমশ এগিয়ে আসছে। আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন দীপিকা, এবং শোনা যাচ্ছে যে ২৮ সেপ্টেম্বর তাঁর প্রথম সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি দীপিকা তাঁর গর্ভাবস্থার ন’মাসের এক ফটোশুটের ছবি প্রকাশ করেছেন, যেখানে তাঁকে সঙ্গ দিয়েছেন রণবীর সিং। সাদা-কালো রঙের এই ফটোশুটের ছবি সামনে আসার পরেই তা সমাজমাধ্যমে ঝড় তুলেছে। মাতৃত্বের সৌন্দর্য্যে দীপিকাকে কখনও অন্তর্বাস এবং ব্যাগি জিনসে, আবার কখনও কালো পাতলা পোশাকে দেখা গিয়েছে। একেকটি ছবিতে দীপিকাকে হাসিমুখে নিজের স্ফীতোদরকে সামলাতে দেখা গিয়েছে, আবার কোনও ছবিতে তিনি দুই হাতে নিজের বাচ্চাকে আঁকড়ে ধরে আছেন। অন্য এক ছবিতে দেখা গিয়েছে, রণবীর গভীর মমতায় তাঁর স্ত্রীকে আলিঙ্গন করছেন। একাধিক ছবিতে তাঁদের মধ্যে থাকা খুনসুটি এবং ভালোবাসা ফুটে উঠেছে।

এই বিশেষ ছবিগুলি নেটিজেনদের হৃদয় জয় করেছে। মাত্র এক ঘণ্টারও কম সময়ে ২৩ লক্ষের বেশি মানুষ এই পোস্টটি পছন্দ করেছেন। মন্তব্যের বাক্স ভরে গিয়েছে শুভেচ্ছা, প্রার্থনা এবং ভালোবাসায়। কেউ কেউ দীপিকাকে ‘দেবী’ হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ বলেছেন তাঁদের আসন্ন সন্তানের নাম ‘ছোট্ট রণবীর’ হতে পারে।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে, যেখানে তিনি একজন অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির শুটিংও করেছিলেন তিনি গর্ভাবস্থার সময়। দীপাবলিতে দীপিকার পরবর্তী ছবি ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে, যা দর্শকদের মধ্যে নতুন উন্মাদনার সঞ্চার করেছে।