দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

দিলজিতের গলায় কেকেআরের স্লোগান: কলকাতার কনসার্টে জমজমাট পরিবেশ, শাহরুখেরও প্রশংসা

দিলজিতের গলায় কেকেআরের স্লোগান: কলকাতার কনসার্টে জমজমাট পরিবেশ, শাহরুখেরও প্রশংসা

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) আজ শুধু পাঞ্জাবের নয়, পুরো বিশ্বের আইকন হয়ে উঠেছেন। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে তাঁর সুর ও অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শকরা। এবার নিজ দেশের মাটিতে তাঁর Dil-Luminati Tour দিয়ে মাত করছেন তিনি। বেছে নিয়েছেন ১০টি শহর। দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় এবং গুয়াহাটির দর্শকদের জন্য তাঁর এই বিশেষ শো।

২৭ নভেম্বর কলকাতায় পা রেখেই শহরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন দিলজিৎ। দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়া, হাওড়ার ফুলের বাজারে কেনাকাটা, কফি হাউসের কফির স্বাদ নেওয়া— সবকিছুতেই যেন এক টুকরো বাঙালিয়ানা ছুঁয়ে গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি ও ভিডিওতে তা স্পষ্ট।

গত শনিবার, ২৯ নভেম্বর, কলকাতার অ্যাকোয়াটিকায় তাঁর কনসার্ট ছিল যেন এক অপ্রত্যাশিত উন্মাদনার মুহূর্ত। বাঙালির ‘দিল’ একেবারে জিতে নিয়েছেন তিনি। তবে শুধু কনসার্টেই থেমে থাকেননি দিলজিৎ। মঞ্চে তিনি শহরের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, “করব, লড়ব, জিতব রে।” এই ট্যাগলাইনকে তিনি এক দুর্দান্ত মন্ত্র হিসেবে বর্ণনা করে বলেন, “কঠোর পরিশ্রম করুন, লড়াই করুন। জেতা বা হারাটা পরের বিষয়। কাজটা হল নিজেকে ১০০ শতাংশ দেওয়া। আপনি যদি মন দিয়ে কাজ করেন, জয়ের বিকল্প কিছুই নেই।”

দিলজিতের এই বক্তব্যের ভিডিও কলকাতা নাইট রাইডার্স তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ভিডিওতে দিলজিৎ ক্যাপশনে লেখেন, “ধন্যবাদ কলকাতা, তোমাকে ভালোবাসি। আবার দেখা হবে।” KKR সেই পোস্টে কমেন্ট করে, “আপনি আমাদের হৃদয় জিতে নিয়েছেন।”

এই ভিডিও দেখে শাহরুখ খানও নিজেকে ধরে রাখতে পারেননি। শাহরুখ ভিডিওটি শেয়ার করে লেখেন, “সিটি অফ জয়-কে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ দিলজিৎ দোসাঞ্জ পাজি। তোমার ‘করব, লড়ব, জিতব রে’ রেফারেন্স KKR-এর ভক্তরা ভীষণ পছন্দ করেছে। তোমার ট্যুরের জন্য শুভকামনা।”

কলকাতায় দিলজিতের এই কনসার্ট এখনও দর্শকদের মনে রয়ে গিয়েছে। তাঁর পরবর্তী গন্তব্য বেঙ্গালুরু। বোঝাই যাচ্ছে, দিলজিতের জাদুতে দেশজুড়ে মুগ্ধতার ঢেউ বইছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!