পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় পর্যটনস্থান, যেমন দিঘা ও মন্দারমণিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন হেল্পলাইন চালু করেছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে মহিলাদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে, জেলা পুলিশ মহিলাদের সুরক্ষায় একটি বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮০০৭৭৫৯৯৯ চালু করেছে, যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, হেল্পলাইন নম্বরটি মহিলাদের যেকোনো সময়ে বিপদে পড়লে সাহায্য পেতে ব্যবহার করা যাবে। পর্যটনস্থানগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ‘স্পেশ্যাল রেসপন্স টিম’ এবং পুলিশের মহিলা বাহিনীর ‘উইনার্স টিম’কেও সক্রিয় করা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো হবে যাতে অপরাধীরা নির্জন স্থানে অপরাধ সংগঠিত না করতে পারে।