Ad_vid_720X90 (1)
Advertisment
দিঘায় বাইক ভাড়া নিয়ে ভ্রমণের নতুন সুযোগ: পর্যটকদের জন্য শুরু হলো ‘ই-বাইক’ পরিষেবা

দিঘায় বাইক ভাড়া নিয়ে ভ্রমণের নতুন সুযোগ: পর্যটকদের জন্য শুরু হলো ‘ই-বাইক’ পরিষেবা

১৯ ডিসেম্বর ২০২৪: দিঘায় বেড়াতে এসে অনেকেই স্বপ্ন দেখেন, প্রিয়জনকে স্কুটিতে বসিয়ে এক সৈকত থেকে আরেক সৈকতে উড়ে চলা কিংবা মন্দারমণি থেকে নিউ দিঘা দ্রুত পৌঁছে যাওয়ার। অনেকেই মনে করেন, গোয়া সমুদ্র সৈকতে যেমন স্কুটি বা বাইক ভাড়া নেওয়া যায়, তেমনই দিঘাতেও এই সুযোগ থাকা উচিত। আর এবার সেই আশা পূর্ণ হলো। নতুন বছরের শুরুতেই দিঘার পর্যটকদের জন্য চালু হলো স্কুটির পরিষেবা।

দিঘাকে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত রাখতে ‘ই-বাইক’ পরিষেবা চালু করা হয়েছে। দিঘার পুরানো অঞ্চলে, বিশ্ব বাংলার গেটের বিপরীত দিকে পাওয়া যাচ্ছে এই ই-বাইক রেন্টাল সেবা। ‘গো গ্রীন দিঘা’ নামে একটি সংস্থা এই পরিষেবা পরিচালনা করছে। সংস্থার প্রতিনিধি সুমিত ঘোষ জানান, “দিঘা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখাটা আমাদের সকলের দায়িত্ব। তাই পরিবেশকে রক্ষা করতে এবং পর্যটকদের সুবিধার্থে আমরা এই ই-বাইক পরিষেবা চালু করেছি।”

দিঘায় বাইক ভাড়া নিয়ে ভ্রমণের নতুন সুযোগ: পর্যটকদের জন্য শুরু হলো ‘ই-বাইক’ পরিষেবা

ই-বাইকের ভাড়া কী রকম?

একটি ই-বাইকে ৪ ঘণ্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘণ্টার জন্য ৬০০ টাকা খরচ করে পর্যটকরা ৪০ কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। ৮০ কিলোমিটার ভ্রমণ করতে চাইলে ৮ ঘণ্টার জন্য ৭০০ টাকা এবং ১২ ঘণ্টার জন্য ৯০০ টাকা খরচ হবে। পরিষেবা গ্রহণের জন্য প্রথমে ১৫০০ টাকা ও একটি পরিচয়পত্র জমা দিতে হবে। ভ্রমণের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেবা পাওয়া যাবে।

একটি বাইকে দু’জন বড় এবং একজন ছোট শিশু সহ ভ্রমণ করা যাবে। বর্তমানে ওল্ড দিঘায় একটি কাউন্টার চালু করা হয়েছে, এবং ভবিষ্যতে মন্দারমণি, তাজপুর, শংকরপুরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও এই পরিষেবা চালু হবে।

যদি পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, তবে ০৩২২০১৪৪৩১ অথবা ৯১২৩৭৮৬৯৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার অপূর্বকুমার বিশ্বাস জানিয়েছেন, আগে ‘ADELINE’ নামক একটি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু কিছু কারণে সে পরিষেবা চালু করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সংস্থার প্রতিনিধিরা আসবেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে যে বেসরকারি সংস্থা ই-বাইক পরিষেবা দিচ্ছে, তা পর্যটকদের পরিবেশবান্ধব উপায়ে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!