দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
ডোনাল্ড ট্রাম্পের দলে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণন: হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নতুন পথিকৃৎ

ডোনাল্ড ট্রাম্পের দলে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণন: হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নতুন পথিকৃৎ

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমে আরও এক ভারতীয় বংশোদ্ভূত জায়গা করে নিয়েছেন। শ্রীরাম কৃষ্ণন, যিনি প্রযুক্তি দুনিয়ায় এক পরিচিত নাম, এবার হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি দফতরের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিভাগের সিনিয়র পলিসি অ্যাডভাইজার পদে নিযুক্ত হয়েছেন। টেসলার সিইও ইলন মাস্কের ঘনিষ্ঠ এই প্রযুক্তিবিদ ট্রাম্প প্রশাসনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

শ্রীরাম কৃষ্ণনের পেশাগত জীবন

তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এসআরএম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করে শ্রীরাম কৃষ্ণন কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। সেখানে উইন্ডোজ অ্যাজুর প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের কাজে যুক্ত ছিলেন। এরপর তিনি ফেসবুক, স্ন্যাপ, এবং টুইটার (বর্তমানে এক্স)-এর মতো বড় বড় কোম্পানিতে কাজ করেছেন। ২০১৯ সাল পর্যন্ত টুইটারে কাজ করার পর তিনি নিজের সংস্থা চালু করেন।

ইলন মাস্ক ও হোয়াইট হাউসের সংযোগ

শ্রীরাম কৃষ্ণন ইলন মাস্কের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ২০২২ সালে, তিনি মাস্কের সঙ্গে এক্স-এর (পূর্বে টুইটার) পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হোয়াইট হাউসে কৃষ্ণন ডেভিড স্যাকস-এর সঙ্গে একসঙ্গে কাজ করবেন। এই নিয়োগ নিয়ে উচ্ছ্বসিত শ্রীরাম জানিয়েছেন, এটি তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

ব্যক্তিগত জীবন ও পডকাস্ট শো

শ্রীরাম কৃষ্ণনের স্ত্রী আরতি রামমূর্তিও প্রযুক্তি ক্ষেত্রে পরিচিত। তাঁরা একসঙ্গে “দ্য আরতি অ্যান্ড শ্রীরাম শো” নামে একটি পডকাস্ট পরিচালনা করেন। তাঁদের পরিচয় হয়েছিল ২০০৩ সালে ইয়াহুতে এবং ২০১০ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!