টেলিভিশনে সিনেমার অনুভূতি! যমজ বোনদের গল্প নিয়ে আসছেন স্বর্ণেন্দু, দু’টি নতুন ধারাবাহিক

টেলিভিশনে সিনেমার অনুভূতি! যমজ বোনদের গল্প নিয়ে আসছেন স্বর্ণেন্দু, দু’টি নতুন ধারাবাহিক

স্বর্ণেন্দু সমাদ্দার আবারও ছোট পর্দায় সিনেমার ছোঁয়া নিয়ে আসছেন। এবার একেবারে জোড়া ধারাবাহিক! দু’টি আলাদা আলাদা গল্প, দু’টি আলাদা চ্যানেলে। ‘দুই শালিক’ আর ‘দেবী বরণ’ নামে এই দুটি ধারাবাহিকের মধ্যে অন্যতম আকর্ষণ যমজ বোনের কাহিনি, যা অনেকটা সত্তরের দশকের হিন্দি ছবির মতো মনে করিয়ে দেয়। যেমন, ‘সীতা অউর গীতা’ কিংবা ‘চালবাজ’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলির গল্প।

স্বর্ণেন্দুর প্রথম ধারাবাহিক ‘দুই শালিক’ স্টার জলসায় সম্প্রচারিত হবে, যেখানে যমজ বোনদের সম্পর্কের ওঠানামা এবং তাদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব তুলে ধরা হবে। এক বোন তুলনামূলকভাবে দুর্বল, আর অন্যজন সাহসী এবং প্রতিবাদী স্বভাবের। এই গল্পে কি দুই বোন ছোটবেলায় হারিয়ে গিয়ে পরে বড় হয়ে একে অপরের সঙ্গে দেখা করবে? এই প্রশ্নের উত্তরে পরিচালক হেসে জানালেন, “সেই রহস্য এখনই প্রকাশ করলে তো ধারাবাহিকের মজা থাকবে না। দর্শক পর্দায়ই দেখতে পাবেন।”

‘দুই শালিক’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত এবং তিতিক্ষা দাস, আর নায়কের চরিত্রে থাকছেন অর্কপ্রভ মুখোপাধ্যায় এবং সায়ন। স্বর্ণেন্দু জানান, এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে আউটডোর শুটিং চলছে। খুব শিগগিরই স্টুডিয়োয় সেট তৈরির কাজ শুরু হবে।

একইসঙ্গে, স্বর্ণেন্দু সমাদ্দারের আরও একটি ধারাবাহিক ‘দেবী বরণ’ দেখা যাবে সান বাংলায়। এই ধারাবাহিকে দেবীশক্তি এবং অলৌকিক ঘটনার মিশ্রণে এক নতুন ধরনের কাহিনি দর্শক দেখতে পাবেন। এখানে প্রধান চরিত্রে থাকছেন সিদ্ধার্থ এবং অ্যানমেরি টম, যারা আগেও একসঙ্গে কাজ করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন।

স্বর্ণেন্দুর এই দুই নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় সিনেমার আবহ সৃষ্টি করার এই প্রচেষ্টা কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!