টলিপাড়ায় নক্ষত্রপতন: প্রয়াত ‘বাঘা যতীন’-এর পরিচালক অরুণ রায়

টলিপাড়ায় নক্ষত্রপতন: প্রয়াত ‘বাঘা যতীন’-এর পরিচালক অরুণ রায়

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: নতুন বছরের সূচনাতেই টলিউডে নেমে এল গভীর শোক। আর জি কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেব অভিনীত ‘বাঘা যতীন’-এর পরিচালক অরুণ রায়। পরিচালকের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। অভিনেতা কিঞ্জল নন্দ আজ, বৃহস্পতিবার, পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গত বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পরিচালক। সম্প্রতি ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষবারের মতো তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা দেব। তবে, বৃহস্পতিবারের ভোরে সব লড়াই থেমে গেল। আর ফিরে আসা হল না প্রিয় পরিবারের কাছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। আজ ভোরবেলায়, দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অরুণ রায় চিরনিদ্রায় শায়িত হন। কিঞ্জল নন্দ জানিয়েছেন, বেলা ১টায় পরিচালকের দেহ হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা দেড়টায় টেকনিশিয়ান স্টুডিওতে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হবে।


Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!