দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
টলিউডের তারকাদের রাত দখলের আন্দোলন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি ও দিতিপ্রিয়া একযোগে সোচ্চার

টলিউডের তারকাদের রাত দখলের আন্দোলন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি ও দিতিপ্রিয়া একযোগে সোচ্চার

৪ই সেপ্টেম্বর, টলিউডের একাংশ আবারও পথে নামল রাত দখলের আন্দোলনে। তনুশ্রী চক্রবর্তী, রুকমা রায় সহ একাধিক শিল্পী এবং নাগরিকদের একসঙ্গে দেখা যায় ‘We want justice’ স্লোগান দিতে।

গায়ক সপ্তক সানাই দাস তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে হাজরা মোড়ে উপস্থিত হন। গানের মাধ্যমে রাতকে আরও উজ্জ্বল করেন। একই অনুষ্ঠানে সৌরভ পালোধি এবং পরিচালকরা ছবির আঁকা ও স্লোগানে অংশ নেন।

অন্যদিকে, মীর আফসার আলি রুবিতে যোগ দেন এবং সেখানে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ‘We want justice’ স্লোগান দেন।

যাদবপুর ৮ বি এলাকায় এদিন নবারুণ বসু ও অন্যান্য গায়করা রাত দখলের কর্মসূচিতে অংশ নেন। ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারের জমায়েতে যোগ দিতে গেলে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। তবে, সেখানে বন্ধু সোহমের সঙ্গে শোলাঙ্কি রায় উপস্থিত ছিলেন।

রুকমা রায় এবং তনুশ্রী রায়ও এই আন্দোলনে অংশগ্রহণ করেন, যেখানে তাঁদেরকে নাগরিকদের সঙ্গে হাততালি দিয়ে স্লোগান দিতে দেখা যায়। মিমি চক্রবর্তীও যাদবপুরের জমায়েতে যোগ দেন। তিনি টিভি ৯ বাংলাকে বলেন, “এটি শুধুমাত্র ডাক্তার ভাই বোনেদের নয়, তিলোত্তমার পরিবারের নয়। এটি প্রতিটি মেয়ের লড়াই।” একই জমায়েতে উষসী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়কেও দেখা যায়।

অন্যদিকে, গীতা এলএলবি ধারাবাহিকের একাধিক কলাকুশলীও এই আন্দোলনে যোগ দেন। নায়ক কুণাল শীলসহ অন্যান্য অভিনেতারা স্লোগান দেন।

শ্রীলেখা মিত্র জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দেন এবং লাভলি মৈত্রের হুমকিকে কটাক্ষ করেন। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যেন তাঁরা এমন জনপ্রতিনিধিদের চিকিৎসা না করেন।

এই আন্দোলনে টলিউডের একাধিক তারকারা সক্রিয় অংশগ্রহণ করে আবারও প্রমাণ করলেন, তাঁরা নিজেদের অবস্থান নিয়ে দাঁড়াতে প্রস্তুত।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!