অম্বিকা কুন্ডু, কলকাতাঃ
সর্বপ্রথম টেলিকম পরিষেবায় জলের দামে ইন্টারনেট পরিষেবা চালু করে অন্যান্য টেলিকম কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি।
সম্প্রতি তিনি ঘোষণা করেছেন জিওর দিওয়ালি ধামাকা নিয়ে। এই ধামাকা হিসেবে থাকছে Jio AI cloud। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশেষ ঘোষণা করলেন চেয়ারম্যান মুকেশ আম্বানি। দিওয়ালিতে থেকে চালু হচ্ছে AI Cloud এ ১০০ জিবি ফ্রি স্টোরেজ।

AI Cloud এ ফটো ভিডিও রাখলে তা হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। এই পদক্ষেপটি রিলায়েন্সের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বসাধারণের কাছে AI কে উপযোগী করে তোলার কারণে।