আজ জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম তিথি উদযাপনে বিভিন্ন রাজ্যে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠেছে ভক্তরা। মথুরা থেকে উড়ুপি, মণিপুর থেকে গুজরাতের দ্বারকা—জেনে নিন জন্মাষ্টমী উৎসবের কিছু বিশেষ পরম্পরা।
মণিপুরের উৎসব

উত্তরপূর্ব ভারতের মণিপুরে জন্মাষ্টমী অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। গোটা দিন উপোস করে শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করে পূজা করেন এখানে বাসিন্দারা। ইম্ফলের মহাবলি মন্দিরে আয়োজন করা হয় মহা সমারোহে কৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান। এখানে ফুলের সাজে শ্রীকৃষ্ণকে সাজানো হয়, এবং শ্রী গোবিন্দ মন্দিরে ঐতিহ্যবাহী রাসলীলা নৃত্যের আয়োজন করা হয়, যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার লীলা তুলে ধরা হয়।
পুরীর জগন্নাথ মন্দির

পুরী শহরে জগন্নাথ মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজনিত অনুষ্ঠানও অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এখানে নন্দ উৎসবের সময় ভক্তরা সারাদিন উপোস করে শ্রীকৃষ্ণকে পূজা অর্পণ করেন। গোপালের জন্য বিশেষ নাড়ু ও মিষ্টির আয়োজন করা হয়, এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা সময়কে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়।
মহারাষ্ট্রের ‘দহি-হাণ্ডি’

মহারাষ্ট্রের ‘দহি-হাণ্ডি’ উৎসবও এখানে জন্মাষ্টমী উদযাপনের একটি বিশেষ পরম্পরা। গোকুল অষ্টমীর দিনে মাখন, দুধ ও দইয়ের হাঁড়ি ভাঙার জন্য বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। উঁচু মানববন্ধন তৈরি করে এই হাঁড়ি ভাঙার উৎসব বিশেষভাবে উদযাপন করা হয়।
মথুরার উৎসব

উত্তরপ্রদেশের মথুরা প্রতিবছর কৃষ্ণাজন্মাষ্টমী উপলক্ষে সেজে ওঠে। এখানে জন্মভূমি মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্লোক পাঠ থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত রাসলীলা, আতসবাজি এবং ঝুলা উৎসবের আয়োজন করা হয়। আলো-ফুলের সাজে মথুরা ভক্তিতে মেতে ওঠে।
উড়ুপির বিশেষ আয়োজন

কর্ণাটকের উড়ুপিতে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণকে বিশেষভাবে দুধ স্নান করানো হয়। উড়ুপির কৃষ্ণ মন্দিরে এই দিনটি জাঁকজমক সহকারে পালিত হয়, এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিশেষ গান গাওয়া হয়।
গুজরাতের দ্বারকা

গুজরাতের কচ্ছের দ্বারকায় ৫ তলা সমান উঁচু কৃষ্ণ মন্দির জন্মাষ্টমী উপলক্ষে সাজানো হয়। এই মন্দির সারা দেশে শ্রীকৃষ্ণ পূজার জন্য বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম।
বৃন্দাবনের উৎসব

মথুরা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বৃন্দাবন, যেখানে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা বিখ্যাত। যমুনার তীরের এই শহরে জন্মাষ্টমীর ১০ দিন আগে থেকেই উৎসবের উদযাপন শুরু হয়। প্রতিবছর দূর-দূরান্ত থেকে মানুষ এই অনুষ্ঠানে ভিড় করে আসেন।

জন্মাষ্টমীর এই বর্ণাঢ্য উদযাপন সারা দেশে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির এক উজ্জ্বল উদাহরণ।