অম্বিকা কুন্ডু, কলকাতা: গোটা রাজ্য তোলপাড় হয়ে রয়েছে আরজিকর কান্ডকে ঘিরে। এখন সর্বত্রই ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা এবং তাদের অভিভাবক ও অভিভাবিকারা মিলে নেমেছে প্রতিবাদে। এই প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে অসুবিধার। সরকার থেকে এই প্রতিবাদ মিছিলে সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে “না” করা হচ্ছে।
শিক্ষা দপ্তর থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেক স্কুলে স্কুলে। শোকজ নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে একজন শিক্ষক বলেছেন স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীরা কোথায় যাবে এবং কি করবে তা দেখার দায়িত্ব কি স্কুলের? এর পাশাপাশি সকল স্কুলের শিক্ষক শিক্ষিকারা আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কলকাতার রাজপথে নামেন।
শিক্ষা দপ্তর থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে হাওড়ার তিনটি স্কুলে ওই চিঠিতে লেখা রয়েছে কোন চলাকালীন প্রতিবাদ মিছিল করে তারা শিশুদের অধিকার লঙ্ঘন করিয়েছেন।।
পশ্চিম মেদিনীপুরের DI এর তরফ থেকে সমস্ত প্রাইমারি হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলের মেইলে চিঠি পাঠানো হয়েছে এবং তাতে লেখা রয়েছে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠান ছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন অন্য কোন অনুষ্ঠানে অংশগ্রহণ না করে।
এই চিঠির কথায় শিক্ষকরা প্রশ্ন করেন যদি এই নির্দেশ অমান্য করা হয় তবে ছাত্র-ছাত্রীদের কি হবে?