দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

চিরবিদায় নিলেন ‘প্রফেসর ম্যাকগোনাগল’খ্যাত অভিনেত্রী ম্যাগি স্মিথ

চিরবিদায় নিলেন ‘প্রফেসর ম্যাকগোনাগল’খ্যাত অভিনেত্রী ম্যাগি স্মিথ

‘হ্যারি পটার’-এর ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’ চরিত্রে পরিচিত অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইংল্যান্ডের মঞ্চ ও সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী লন্ডনের একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে পরলোক গমন করেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

ম্যাগি স্মিথের দুই ছেলে টবি স্টিফেনস ও ক্রিস লারকিন এক বিবৃতিতে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তাঁরা জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেম ম্যাগি স্মিথ আজ ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর শেষ মুহূর্তগুলো পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন। তাঁকে হারিয়ে আমরা গভীর শোকে মুহ্যমান।’

ম্যাগি স্মিথ ১৯৫০ সালে মঞ্চনাটকের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন এবং এরপর থেকে একের পর এক দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তাঁর অভিনয় প্রতিভার জন্য তিনি পেয়েছেন অস্কার, বাফটা, এমি, গোল্ডেন গ্লোবস, টনি অ্যাওয়ার্ড, এবং লরেন্স অলিভিয়ের অ্যাওয়ার্ডের মতো বিশ্বজুড়ে সম্মানিত পুরস্কার। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’ সিনেমায় একটি স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ম্যাগি স্মিথ।

১৯৭৮ সালে তিনি ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বার অস্কার লাভ করেন। মোট পাঁচবার অস্কারে মনোনীত হয়েছেন তিনি। তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের কাছেও বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

ম্যাগি স্মিথের প্রয়াণে হ্যারি পটার জগতে যেন অভিভাবকশূন্যতা নেমে এলো। এক বছর আগে, ২৮ সেপ্টেম্বর মারা যান হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। তারও আগের বছর, ২০২২ সালের অক্টোবরে মারা যান প্রফেসর ‘হ্যাগরিড’-এর চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রান। এই তিন বছরের মধ্যে হ্যারি পটারের তিন প্রিয় প্রফেসর চলে গেলেন চিরতরে। ফলে হ্যারি পটারের সেই জাদুময় দুনিয়া এখন যেন অনেকটাই নিস্তেজ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!