দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
চার বছরের অপেক্ষার অবসান, আসছে দেবের ‘রঘু ডাকাত’! প্রস্তুতিতে শীর্ষে অভিনেতা, শুটিং শুরু কবে?

চার বছরের অপেক্ষার অবসান, আসছে দেবের ‘রঘু ডাকাত’! প্রস্তুতিতে শীর্ষে অভিনেতা, শুটিং শুরু কবে?

দীর্ঘ চার বছর ধরে প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবির শুটিং শুরুর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে নির্মাতারা। তবে ছবির কাজ কেন এতদিন ধরে আটকে ছিল, সেই বিষয়ে উঠেছে নানা প্রশ্ন।

২০২১ সালে এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে প্রথম ঘোষণা করা হয়েছিল এই ছবির। ডাকাত রঘুর চরিত্রে দেবের প্রাথমিক লুকও তখন প্রকাশ্যে এসেছিল, যা দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছিল। কিন্তু বাজেট এবং চিত্রনাট্যের জটিলতার কারণে শুটিং শুরু হতে এত বিলম্ব হয়। ধ্রুব জানিয়েছেন, “‘রঘু ডাকাত’ একটি বড় পরিসরের ছবি, তাই এর প্রস্তুতিতে সময় নিচ্ছি।” সূত্রের খবর অনুযায়ী, পরিচালক ইতিমধ্যে ছবির চিত্রনাট্য সম্পন্ন করেছেন এবং শিগগিরই শুটিং শুরু করতে চান।

বর্তমানে ছবির টিম বিভিন্ন লোকেশনে রেকি করতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সুনির্দিষ্ট স্থান ঠিক হয়নি। মহারাষ্ট্রের কিছু অঞ্চলেও শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ধ্রুবর শেষ পরিচালিত ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, যার পর থেকে তিনি পুরোপুরি ‘রঘু ডাকাত’-এর কাজে মনোনিবেশ করেছেন। তবে ছবির বিষয়ে এখনই সবকিছু প্রকাশ করতে চান না নির্মাতারা।

অন্যদিকে, দেব এই মুহূর্তে ‘খাদান’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তাঁর ছবির ইউনিট আসানসোলে পৌঁছেছে আউটডোর শুটিংয়ের জন্য। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে ‘খাদান’-এর শুটিং শেষ করেই ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু করবেন দেব। তবে, তার আগেই ‘রঘু ডাকাত’-এর কিছু অংশ দেবকে ছাড়াই শুটিং হতে পারে বলে সূত্রের দাবি। ‘খাদান’-এর প্রচার শেষে নতুন ছবির কাজে যোগ দেবেন দেব।

‘রঘু ডাকাত’ দেবের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। ‘টেক্কা’ এবং ‘খাদান’-এর ঝলক ইতিমধ্যেই অভিনেতার প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ‘রঘু ডাকাত’ তাঁর ফিল্মি জীবনের নতুন মাইলফলক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!