আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা নিয়ে এবার আরো সতর্কতা অবলম্বন করেছে পূর্ব রেলওয়ে। ইতিমধ্যেই শিয়ালদা এবং হাওড়া স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে ২৪ ও ২৫ তারিখের মধ্যে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।
যেসব এলাকা ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে রেলের কর্মীরা বিশেষভাবে সতর্ক থাকবেন। এসব এলাকায় নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। টাওয়ার সিস্টেম স্থাপন করা হয়েছে, যাতে কোনোরকম বিপদ হলে দ্রুত তথ্য পাওয়া যায়।
রেললাইন বা স্টেশনের আশেপাশে বিপজ্জনক গাছ বা হোডিং গুলি ইতিমধ্যেই সরানোর কাজ শুরু হয়েছে। গাড়ির ড্রাইভারদেরও বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। হাওড়া স্টেশনের ক্ষেত্রে, যেহেতু সেখানে কাজ চলছে, তাই স্টনচিপ এবং বালির মতো সামগ্রী ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ক্ষতি না হয়।
হাওড়া স্টেশনে বৃষ্টির কারণে জল জমার প্রবণতা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য আগেভাগে পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি, রিলিফ ট্রেনও প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।