Ad_vid_720X90 (1)
Advertisment
গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য সুখবর নিয়ে হাজির হলো বন দপ্তর। এবার পর্যটকরা গোরুমারার জঙ্গলে আরও ৪ কিলোমিটার অতিরিক্ত পথ ভ্রমণ করতে পারবেন, তাও আবার বিনামূল্যে। আগে যেখানে গোরুমারা গেট থেকে ৭ কিলোমিটার পথ ঘোরা যেত, এবার সেই পথ বাড়িয়ে ১১ কিলোমিটার করা হয়েছে। এই নতুন সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকলেই।

গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

বুধবার বিকেলে গোরুমারা জঙ্গলে পর্যটকদের অসুবিধা ও সমস্যাগুলি সরাসরি শুনতে যান গোরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। তিনি জিপসিতে চড়ে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা টিকিট কাউন্টার থেকে ১৭ কিলোমিটার রাস্তা পেরিয়ে গোরুমারার যাত্রাপ্রসাদ এবং নজরমিনার পর্যন্ত যান। সেখানে তিনি পর্যটকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

কলকাতা থেকে ঘুরতে আসা পর্যটকগণ বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা জানান, ডুয়ার্সের জঙ্গল ও বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তর আরও বেশি উদ্যোগ নিলে পরিবেশ এবং বন্যপ্রাণী উভয়েরই উপকার হবে। গোরুমারার প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ বলে জানান।

গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, প্রতিবছর প্রচুর বিদেশি পর্যটক ডুয়ার্সে বেড়াতে আসেন। বিদেশি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে এবং গোরুমারার সৌন্দর্যকে তুলে ধরতে বন দপ্তর নতুন নতুন পরিকল্পনা করছে। তাঁর কথায়, “পর্যটকদের জন্য ৪ কিলোমিটার অতিরিক্ত পথ খোলা হবে। যাত্রাপ্রসাদ থেকে মেদলার নজরমিনার পর্যন্ত নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি, চাপরামারির জঙ্গলের পথ বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে।”

গোরুমারার জঙ্গলে আরও ৪ কিমি ভ্রমণের সুযোগ, খুশির হাওয়া পর্যটকদের মাঝে

ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী উজ্জ্বল শীল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, “বন দপ্তরের এই পদক্ষেপ পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে। পর্যটকদের কাছে গোরুমারা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!