বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক গীতা এলএলবি। এক বছর পেরিয়ে গিয়েছে এই মেগা সিরিয়ালের যাত্রা, আর সেই আনন্দেই জমজমাট সেলিব্রেশন। বুধবার দাসানি ২ স্টুডিওতে শ্যুটিংয়ের ফাঁকে পালিত হল এই বিশেষ দিন। ‘গীতার জন্মদিন’ যেন এক বড় উৎসব হয়ে উঠেছিল গোটা টিমের জন্য।
এই বিশেষ দিনেও আবেগতাড়িত হয়ে পড়লেন ধারাবাহিকের মুখ্য চরিত্র গীতা অর্থাৎ হিয়া মুখোপাধ্যায়। পর্দায় তাঁর চরিত্র যতটা দৃঢ় আর সাহসী, বাস্তব জীবনে তিনি ততটাই সংবেদনশীল। মাইক হাতে, কাঁপা গলায় হিয়া বললেন, “আমার কোনও দান নেই। আমি যা করি, সবটাই স্নেহাশিস স্যারের নির্দেশে। তিনি আমাকে প্রতিটি মুহূর্তে শিখিয়ে-পড়িয়ে নিয়ে যান।”

হিয়া ও গীতার যাত্রা
গীতা এলএলবি হিয়ার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ‘নয়নতারা’-য় তাঁর অভিনয় নজর কাড়লেও, এই ধারাবাহিকের মাধ্যমে তিনি এক ভিন্ন উচ্চতায় পৌঁছে গিয়েছেন। হিয়ার মতে, প্রতিদিনই গীতার চরিত্র থেকে কিছু না কিছু শিখছেন তিনি। তাঁর কথায়, “আমার চরিত্রের যে সাহস, যে শক্তি, তা আমি বাস্তবে নই। গীতা যেমন কোর্টের বাইরে হাত চলে, আর কোর্টের মধ্যে মুখ চলে, সেটা শুধুমাত্র স্যারের নির্দেশেই সম্ভব।”
স্নেহাশিস চক্রবর্তীর দৃষ্টিভঙ্গি
ধারাবাহিকের সাফল্যের পেছনে অন্যতম কারিগর স্নেহাশিস চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই বাংলা টেলিভিশনে একের পর এক নতুন মুখের আত্মপ্রকাশ ঘটেছে। স্নেহাশিস বললেন, “আমি চাই ইন্ডাস্ট্রি আরও নতুন প্রতিভা পাবে। হিয়াকে দেখে মনে হয়েছিল, সে পারবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চরিত্র নির্বাচনে সাফল্য এসেছে।”
টিমের সাফল্যের গল্প
এই ধারাবাহিকে হিয়ার সঙ্গে অভিনয় করছেন কুণাল শীল। তাঁদের রসায়ন প্রথম থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। অভিজ্ঞ অভিনেতাদের মধ্যে রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, ভরত কল, বাসন্তী চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং মেঘনা হালদারের মতো শিল্পীরা।
গীতা এলএলবি শুধু বাংলা দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই ধারাবাহিকের হিন্দি রিমেক ইতিমধ্যেই স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে। এমন একটি সফল সিরিজের অংশ হতে পেরে গোটা টিম গর্বিত।
একের পর এক নতুন চ্যালেঞ্জ আর ঝলমলে গল্পের গাঁথুনি দিয়ে ধারাবাহিকটি নিজের জায়গা করে নিয়েছে। গীতার জন্মদিনের এই সাফল্যের দিনটি টিমের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।