দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ক্যানসারের সাথে লড়াইয়ে অটুট মনোবল, র‍্যাম্পে বধূ বেশে বাজিমাত হিনা খানের

ক্যানসারের সাথে লড়াইয়ে অটুট মনোবল, র‍্যাম্পে বধূ বেশে বাজিমাত হিনা খানের

মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েও অদম্য মনোবল নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তাঁর এই কঠিন অসুখের কথা। বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের কেমো নেওয়ার মুহূর্ত, আবার কখনও মাথার সব চুল কেটে ফেলার ভিডিও পোস্ট করে মনোবল ধরে রাখার দৃষ্টান্ত দেখাচ্ছেন হিনা।

তবে ক্যানসার হিনার মনোবল ভাঙতে পারেনি। জীবনের প্রতি তাঁর লড়াইয়ে থেমে নেই কাজও। অসুস্থ শরীর নিয়ে, পরচুলা পরে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস ধরে রেখে ফটোশুট করেছেন তিনি। এবার বধূ সেজে র‍্যাম্পেও হেঁটে নজর কেড়েছেন এই সাহসী অভিনেত্রী। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, হিনার পরনে লাল রঙের জমকালো লেহেঙ্গা, মাথায় লাল ঘোমটা, আর সঙ্গে মানানসই গয়না। তিনি একেবারে বধূ বেশে র‍্যাম্পে হাঁটছেন আত্মবিশ্বাসে ভরপুর।

ভিডিওটির ক্যাপশনে হিনা লিখেছেন, “আমার বাবা সব সময় বলতেন, মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না। নিজের সমস্যার জন্য কখনও অভিযোগ করো না। নিজের জীবন নিয়ন্ত্রণে রাখো।” হিনা আরও লিখেছেন, “আমি এরপর ফলাফলের ভয় করা বন্ধ করেছি। যা আমার নিয়ন্ত্রণে, তাতেই মনোযোগ দিচ্ছি। বাকি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর আমাদের চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। এই লড়াই সহজ ছিল না, কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।”

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হিনার সাহসিকতার প্রতি কুর্নিশ জানিয়েছেন অসংখ্য মানুষ। ক্যানসারের মতো কঠিন রোগের সাথে লড়াই করে নিজের কাজ চালিয়ে যাওয়ার এই মনোভাব সকলের মনে অনুপ্রেরণা যোগাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!