দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কিশোর কুমারের জীবনী নিয়ে বড়পর্দায় আসছেন আমির খান। পরিচালনায় অনুরাগ বসু, বলিউডে নতুন চমক

কিশোর কুমারের জীবনী নিয়ে বড়পর্দায় আসছেন আমির খান। পরিচালনায় অনুরাগ বসু, বলিউডে নতুন চমক

২৬ অক্টোবর ২০২৪, মুম্বই সংবাদ সংস্থা: বলিউডে কিশোর কুমারের বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এক নতুন কৌতূহল। কেনই বা হবে না! পরিচালনার দায়িত্বে আছেন অনুরাগ বসু, যাঁর সিনেমার গভীরতার জন্য বলিউডে খ্যাতি রয়েছে। শোনা যাচ্ছে, কিশোর কুমারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আমির খানকে। যখনই অনুরাগ আর আমির খান একসঙ্গে কোনও প্রজেক্টে আসেন, তখনই বলিপাড়ায় শুরু হয় নানা জল্পনা।

সূত্রের দাবি, ইতিমধ্যেই এই ছবির প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক অনুরাগ বসুর সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন আমির। অনুরাগের চিত্রনাট্য ও গল্পে মুগ্ধ হয়েছেন আমির। তিনি নিজেই কিশোর কুমারের বড় ভক্ত, এবং অনুরাগ যেভাবে কিশোরকে পর্দায় উপস্থাপন করতে চাইছেন সেই ভাবনাও মন ছুঁয়েছে তাঁর। এমনকি ছবিতে কিশোরের জীবনের অজানা কিছু দিক দেখানো হবে যা আগে দর্শক দেখেননি।

অনুরাগ বসু বহুদিন ধরেই কিশোর কুমারের জীবনভিত্তিক এই ছবি তৈরির পরিকল্পনা করছিলেন। প্রথমে শোনা গিয়েছিল, এই চরিত্রে রণবীর কাপুরকে ভাবা হয়েছিল, কিন্তু কোনও কারণে সেই প্রজেক্টটি থেমে যায়। এবার আমির খানকে নিয়ে নতুনভাবে শুরু হতে চলেছে এই বায়োপিক। তবে, কিশোর কুমারের ছেলে অমিত কুমার একসময় বলেছিলেন, তাঁর বাবার চরিত্রে অভিনয় করা অত্যন্ত কঠিন, কারণ কিশোর কুমারের মতো আর কেউ হতে পারেন না। তবুও, অনুরাগ ও আমির একযোগে এই প্রজেক্ট নিয়ে আশাবাদী এবং তারা কিশোর কুমারের জীবনের এক অন্য দিক তুলে ধরতে চান যা দর্শকের মনে দাগ কাটবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!