দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কিয়ারা আডভানি অভিনীত ‘গেম চেঞ্জার’-এ ‘জবিলাম্মা’ চরিত্রে পোস্টার প্রকাশ তাঁর জন্মদিনে

কিয়ারা আডভানি অভিনীত 'গেম চেঞ্জার'-এ 'জবিলাম্মা' চরিত্রে পোস্টার প্রকাশ তাঁর জন্মদিনে

কিয়ারা আডভানি অভিনীত ‘গেম চেঞ্জার’ ছবিতে তিনি জবিলাম্মা চরিত্রে অভিনয় করবেন। পরিচালক শংকর এবং রাম চরণের এই ছবির নতুন পোস্টার ৩২তম জন্মদিন উপলক্ষে ৩১ জুলাই প্রকাশিত হয়েছে।

পোস্টার প্রকাশের আনন্দ

৩১ জুলাই কিয়ারা আডভানির জন্মদিন উপলক্ষে নতুন পোস্টারটি প্রকাশ করে প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। পোস্টারে লেখা হয়েছে, “টিম #GameChanger কিয়ারা আডভানিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তাঁর উজ্জ্বল শক্তি শীঘ্রই আপনার হৃদয়কে মুগ্ধ করবে।”

ছবির মুক্তির তারিখ

‘গেম চেঞ্জার’ ছবিটি প্রথমে সেপ্টেম্বর ২০২৪ মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু এখন এটি ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে। ছবির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে। ‘ইন্ডিয়ান ২’ ছবির প্রচারের সময় পরিচালক শংকর জানিয়েছেন, ছবির শুটিং প্রায় সম্পন্ন হয়েছে এবং শুধু দুটি গান বাকি আছে। রাম চরণ তাঁর অংশের শুটিং শেষ করে ফেলেছেন।

ছবির বিস্তারিত

‘গেম চেঞ্জার’ একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার। ছবির কাহিনী লিখেছেন পরিচালক কার্তিক সুব্বারাজ। ছবিতে রাম চরণ, কিয়ারা আডভানি, আনন্দি, এস.জে. সুর্য, শ্রীকান্ত, জয়রাম, সুনীল, সমুথিরকানি এবং নাসের মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস প্রযোজিত ছবির প্রযুক্তিগত দলের মধ্যে রয়েছেন সুরকার থামান এস, চিত্রগ্রাহক তির্রু এবং সম্পাদক শাম্মের মুহাম্মদ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!