“Delusion is the only solution” যেখানে বোঝায় একটি কাল্পনিক জগত থেকে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে একটি জগত তৈরি করা। যেটা হতে পারে স্বপ্নের জগত থেকে একটা বাস্তবের জগত কিন্তু বর্তমান জেনারেশনের Unrealistic expectations আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ এই জগতের থেকে তাদের স্বপ্নের জগতে থাকতে বেশি ভালোবাসে। সেই জগতকে তারা সাজিয়ে নেয় নিজেদের মতো, সেখানে থাকে তাদের প্রিয় মানুষজন। বর্তমানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এইসবের চাপে পড়ে কল্পনার জগত বা স্বপ্নের জগত যেন হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে কুড়িয়ে নেওয়া কিছু মুহূর্ত যা দিয়ে এখন স্বপ্ন বুনছে মানুষ। কিন্তু এমন একটা সময় ছিল যখন এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না, ছিল না কোন ট্যাগ লাইনও কিন্তু তখন মানুষ নিজের ভাবনায় নিজের কল্পনায় স্বপ্ন বুনতো এবং সেটিকে বাস্তবও করে তুলত।
যদি কয়েক দশক আগের কথাই দেখা হয়, যখন দেশে চলছিল একদিকে দেশভাগের চেষ্টা ও অন্যদিকে দেশজোড়া লড়াই তখন কত বিপ্লবী, লেখক, দেশভক্তদের থেকে অনুপ্রাণিত হয়ে কত সাধারন মানুষ স্বপ্ন বুনেছিল এবং নিজেরাও হয়ে উঠেছিল তাদের একজন। কিন্তু বর্তমানে মানুষ এমন কিছু নিয়ে স্বপ্ন দেখে যা পূরণ করতে গিয়ে হয়তো তাদের দিতে হয় নিজের জীবনের থেকেও বেশি দাম, Delusion হয়ে ওঠে মৃত্যুর কারণ। এখন মানুষ স্বপ্নের সাথে মিল করতে করতে ভুলে যায় বর্তমানের কঠিন জীবনের কথা। তারা ভুলে যায় বাস্তবতা, সেই কারণেই অবনতি হচ্ছে সমাজের। কিন্তু শুধু মাত্র খারাপটা নয় এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বপ্নকে বাস্তব করে তুলে পৌঁছে যায় সফলতার শিখরে। কিন্তু ব্যতিক্রমী মানুষের সংখ্যা কম হওয়ায় সমাজের ঘটছে অধঃপতন। এই কল্পনার জগত যেমন হতে পারে কারো কাছে প্রশান্তির জায়গা তেমনি আবার কারো কাছে হতে পারে বিভীষিকা। সুতরাং “Delusion is only solution” এই tag line টি মজার হলেও এর পেছনে রয়েছে এক বিরাট গভীরতা অর্থাৎ এই লাইনটি তখনই সার্থক যখন মানুষ শুধু স্বপ্ন বুনতেই নয় তাকে বাস্তব রূপ দিতেও সক্ষম হবে।
Written by:

Tanuska Sen.
Asutosh college.
Journalism and mass communication.
3rd semester (2nd year).