দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কলকাতায় প্রথমবার ব্রায়ান অ্যাডামস: রক সুরে মাতবে শহর

কলকাতায় প্রথমবার ব্রায়ান অ্যাডামস: রক সুরে মাতবে শহর

কলকাতায় এসে পৌঁছেছেন রক-সংগীতের কিংবদন্তি ব্রায়ান অ্যাডামস। আজ রবিবার সন্ধ্যায় অ্যাকুয়াটিকায় তাঁর কনসার্ট ঘিরে তৈরি হয়েছে উন্মাদনার ঝড়। এই প্রথমবার সিটি অফ জয়-এ পা রাখলেন ‘সামার অফ ৬৯’ খ্যাত এই রকস্টার। তাঁর আগমনেই বিমানবন্দরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। চারদিকে ক্যামেরার ঝলকানি আর জনতার ভিড় দেখে খুশি হয়েই হাসিমুখে বললেন, “খুব ভালো লাগছে।”

এর আগে পাঁচবার ভারতে এলেও, কলকাতা ব্রায়ানের সফর তালিকায় কখনও ছিল না। এবারের ভারত সফরে প্রথমে তাঁর শিলংয়ে পারফর্ম করার কথা ছিল। তবে নানা আলোচনার পর, কলকাতার নাম যুক্ত হয় তাঁর শো-এর তালিকায়। এই পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছেন টেনিস তারকা মহেশ ভূপতি। এমনটাই জানিয়েছেন কনসার্ট আয়োজকদের অন্যতম সদস্য রাজদীপ চক্রবর্তী।

কলকাতায় প্রথমবার ব্রায়ান অ্যাডামস: রক সুরে মাতবে শহর

রাজদীপ জানান, “প্রথমে শিলং ছিল তালিকায়, কিন্তু মহেশ ভূপতির সহযোগিতায় কলকাতাকে শো-এর তালিকায় আনা সম্ভব হয়েছে। এটা সত্যিই কলকাতাবাসীর জন্য বড় পাওনা।”

রক মিউজিক প্রেমীদের কাছে ব্রায়ান অ্যাডামস মানেই আবেগ। ‘সামার অফ ৬৯’, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’, ‘এভরিথিং আই ডু’—এমন বহু গানের স্মৃতি আজও ভক্তদের মনে উজ্জ্বল। আর সেই গায়ক যখন সামনে পারফর্ম করবেন, তখন আবেগে ভাসবে শহর।

রবিবার সন্ধ্যায় অ্যাকুয়াটিকায় হবে এই বহু প্রতীক্ষিত শো। আয়োজকদের তরফে জানানো হয়েছে, শো-এর টিকিটের দাম শুরু হয়েছে ১,৯৬৯ টাকা থেকে। এই দামও অনুপ্রাণিত ‘সামার অফ ৬৯’ গান থেকেই। প্রথমবার ব্রায়ানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কলকাতার সংগীতপ্রেমীরা।

এই অনুষ্ঠানের জন্য চলছে জোর প্রস্তুতি। কড়া নিরাপত্তার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই শিল্পীর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কলকাতা। এই সন্ধ্যা যে স্মরণীয় হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!