ঋদ্ধিমার ইনস্টাগ্রামে রাহার জন্মদিনে মিষ্টি ছবি, নীতু কাপুরের অদেখা মুহূর্তে ভরিয়ে দিলেন অনুরাগীদের মন

ঋদ্ধিমার ইনস্টাগ্রামে রাহার জন্মদিনে মিষ্টি ছবি, নীতু কাপুরের অদেখা মুহূর্তে ভরিয়ে দিলেন অনুরাগীদের মন

ঋদ্ধিমা কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একরত্তি ভাইঝি রাহার জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে সামারার সঙ্গে খুশিতে মিষ্টি একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাহা। ছোট্ট বোনকে আদরের চুম্বন দিয়ে ভরিয়ে দিলেন দিদি। এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ঋদ্ধিমা নিজেই। ছবিতে রাহার মুখের হাসি এতটাই আকর্ষণীয় যে, চোখ ফেরানো কঠিন। ক্যাপশনে ঋদ্ধিমা লেখেন, “শুভ জন্মদিন আমার কিউটি পাই। আমরা তোমাকে খুবই ভালোবাসি।”

নীতু কাপুরের পোস্টে পারিবারিক ছবি

এর কিছু সময় পরই রাহার ঠাকুমা নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি অদেখা ছবি শেয়ার করেন। ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুর গাড়ির ভিতরে বসে আছেন এবং মাঝে বসে আছে একরত্তি রাহা। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, বাবা-মায়ের চোখে রাহাকে দেখার একটি আলাদা ভালোবাসা রয়েছে। ঠান্ডা আবহাওয়ায় একটি জ্যাকেট পরা রাহাকে আদরে আগলে রেখেছেন তার বাবা রণবীর। অন্যদিকে, আলিয়া ভাট তার স্বামীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছবির ক্যাপশনে নীতু লেখেন, “আমাদের ভালোবাসার জন্মদিন। ঈশ্বর আশীর্বাদ করুন।”

রাহার প্রথম ঝলক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

গত বছর রাহার জন্মদিনে আলিয়া ভাট তাঁর ছোট্ট মেয়ের খুদে হাতের ছবি পোস্ট করেছিলেন, সেই সঙ্গে ছিল কেকের ছবি। তবে তখনও তাদের মেয়ে রাহার মুখ দেখানো হয়নি। কিছুদিন পরেই বড়দিনের আবহে প্রথমবার পাপারাৎজির ক্যামেরায় রাহা এসে দাঁড়ায় মা-বাবার সঙ্গে। ওই মুহূর্তেই খুদে কাপুরের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সবার মন জয় করে নেয়। এরপর থেকে রাহার প্রতিটি মুহূর্তই নেটিজেনদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

এভাবে, কাপুর পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনের ক্ষণগুলো অনুরাগীদের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!