দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ইয়ালিনির প্রথম জন্মদিন: জগন্নাথ দেবের পুষ্প অভিষেক ও বিশেষ উদযাপন

ইয়ালিনির প্রথম জন্মদিন উপলক্ষে রাজ চক্রবর্তী ও শুভশ্রী চক্রবর্তী এক বিশেষ আধ্যাত্মিক উদযাপন আয়োজন করেন। এদিন তাঁরা ছোট্ট ইয়ালিনির মঙ্গলকামনায় জগন্নাথ দেবের পুষ্প অভিষেক করেন, যা ছিল অত্যন্ত সুরম্য ও আবেগপূর্ণ। অনুষ্ঠানটি শুরু হয়েছিল শুভশ্রীর উদ্যোগে, যেখানে ইসকনের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন।

শুভশ্রী গোলাপী শাড়ি এবং সোনালী গয়নায় সজ্জিত হয়ে পুষ্প অভিষেকের সময় উপস্থিত হন। তাঁর কোলে ছোট্ট ইয়ালিনি, যে সেদিন একটি সুন্দর গোলাপী ফুলের পোশাকে ছিল, যেন এক ছোট্ট দেবতী! অনুষ্ঠানের সময় সকলে একত্রিত হয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দেন, এবং উল্লাসে “হরেকৃষ্ণ” ধ্বনি দেন। সেই মুহূর্তে শুভশ্রীসহ উপস্থিত অন্যরা আনন্দে নাচতে থাকেন। রাজ কন্যার জন্মদিনে পরিবারের সবাই একসাথে অংশ নেন এবং খোল করতাল ও নাম সংকীর্তনের মধ্যে চমৎকার এক পরিবেশ সৃষ্টি হয়।

রাজ চক্রবর্তী নিজেও সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনটির ভিডিও শেয়ার করেছেন, যেখানে শুভশ্রী ও অন্যান্য অতিথিদের আনন্দ উপভোগ করা যাচ্ছে। অনেক নেটিজেনরা এই আধ্যাত্মিক ও হৃদয়গ্রাহী উদযাপন দেখে মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি মন্তব্য করেছেন, “দারুণ লাগল স্যার, এমন সুন্দরভাবে জন্মদিন উদযাপন করতে দেখে।” আবার কেউ কেউ “জয় জগন্নাথ” এবং “জয় শ্রীকৃষ্ণ” মন্তব্য করে তাদের ভালোলাগা প্রকাশ করেছেন।

এই বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি ছিল দীর্ঘ সময়ের, যেখানে শুভশ্রী সহ পরিবারে সদস্যরা নানা রঙের ফুল দিয়ে পুষ্প অভিষেকের জন্য প্রস্তুত হন। শুভশ্রী জানিয়েছেন, তারা ৫০০টি পদ্ম, ৫০০টি গোলাপ, ও ৫০০টি চন্দ্রমল্লিকা দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানোর ব্যবস্থা করেছিলেন।

পুষ্প অভিষেকের পর জগন্নাথ দেবের উদ্দেশ্যে ১২ রকমের ভোগ অর্পণ করা হয়, যা ছিল সম্পূর্ণ নিরামিষ। রাজ চক্রবর্তী এই বিশেষ দিনে তার স্ত্রী শুভশ্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এভাবে রাজ-শুভশ্রীর পরিবার তাদের কন্যার প্রথম জন্মদিনকে এক আধ্যাত্মিক উৎসবে পরিণত করে সত্যিই এক অনন্য উদযাপন ঘটাল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!