ভিডিওর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এবার ভারতে নিয়ে এল বিশেষ সুবিধা। এবার থেকে ইউটিউবে চালু হল অনলাইন শপিংয়ের এক অভিনব ফিচার। এটি পরিচিত ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে। ইউটিউব দর্শকরা যেমন অনলাইন শপিংয়ের জন্য এই ফিচার ব্যবহার করতে পারবেন, ঠিক তেমনই কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি আয়ের নতুন পথ খুলে দিল। ইউটিউবের এই অ্যাফিলিয়েশন প্রোগ্রামে বর্তমানে ফ্লিপকার্ট ও মিন্ত্রা রয়েছে সহযোগী হিসেবে।
কিভাবে কাজ করবে এই প্রোগ্রামটি?
এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত ক্রিয়েটররা তাদের ভিডিও বা কনটেন্টে ফ্লিপকার্ট বা মিন্ত্রার কোনও প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ পণ্য কেনেন, তবে সেই ক্রয় থেকে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটর আর্থিক আয় করতে পারবেন। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান মজবুত করতেই ইউটিউবের এই প্রয়াস।
ইউটিউব প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আয়ের জন্য ইতিমধ্যেই বেশ কিছু অপশন রয়েছে। মানিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপনী আয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন, চ্যানেল মেম্বারশিপসহ আরও নানা উপায় আগে থেকেই চালু রয়েছে। এর সাথে এবার যোগ হলো ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এটি আন্তর্জাতিকভাবে আগে থেকেই চালু ছিল, তবে ভারতে এই প্রথম এই সুবিধা নিয়ে আসা হলো।
ইউটিউবের উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্য
ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনের মাধ্যমে ইউটিউব শপিংয়ের ভিপি এবং জেনারেল ম্যানেজার ট্রাভিস কাৎজ জানিয়েছেন, “সারা বিশ্বজুড়ে ইউটিউব শপিং ব্যাপক সফলতা পেয়েছে। ২০২৩ সালে শপিং সম্পর্কিত ভিডিও প্রায় ৩০ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে। এর থেকেই বোঝা যায়, ক্রিয়েটর, দর্শক এবং ব্র্যান্ডকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা কতটা কার্যকর। আমরা এবার এই ফিচারটি ভারতে চালু করেছি। ফ্লিপকার্ট ও মিন্ত্রার সঙ্গে মিলে আমরা চেষ্টা করছি আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের জন্য নতুন দিশা দেওয়ার।”
ভারতের ই-কমার্স দুনিয়ায় নতুন সম্ভাবনা
ভারতের ই-কমার্স দুনিয়ায় ফ্লিপকার্ট এবং মিন্ত্রা খুবই পরিচিত নাম। আগে থেকেই এই দুটি প্ল্যাটফর্ম ছোট ও মাঝারি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করেছে এবং তাদের সাপোর্ট দিয়েছে। অনলাইন ক্রিয়েটরদের সংখ্যা ভারতে দিন দিন বাড়ছে। পাশাপাশি ই-কমার্স সেক্টরেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনলাইন শপিংয়ের পরিসর বাড়ানোর পাশাপাশি ক্রিয়েটরদের সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধি আনার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে ইউটিউব। মেটা এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মও এরই মধ্যে এমন সুযোগ এনেছে।
ইউটিউব অ্যাপের আপডেট
সূত্রের মতে, ইউটিউব শিগগিরই এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য অ্যাপে প্রয়োজনীয় আপডেট আনবে। যাতে ব্যবহারকারীরা স্মার্টফোন, স্মার্ট টিভি বা ল্যাপটপে ইউটিউব অ্যাপ ছাড়াই নির্দিষ্ট পণ্যের বিবরণ এবং কেনাকাটার সুযোগ পেয়ে যান।