আরজি কর-কাণ্ডের ছায়া: বন্ধ হয়ে গেল প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবির শ্যুটিং

আরজি কর-কাণ্ডের ছায়া: বন্ধ হয়ে গেল প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবির শ্যুটিং

রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবি, যেটিতে অভিনয় করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের, বেশ কয়েকদিন ধরেই শিরোনামে ছিল। প্রথমে ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে ছবির শ্যুটিং বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যা মিটলেও এখন নতুন সমস্যার কারণে শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আরজি কর হাসপাতালের সাম্প্রতিক নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে ছবির গল্পের সাদৃশ্য থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মুহূর্তে গোটা রাজ্যই আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়। দেশের পাশাপাশি প্রবাসী ভারতীয়রাও এই ঘটনায় সরব হয়েছেন। রাহুল মুখোপাধ্যায়ের ছবির গল্পও একটি ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা দক্ষিণী ছবি ‘গরুড়ন’-এর বাংলা রূপান্তর হতে চলেছে। এই দক্ষিণী ছবিতে দেখানো হয় যে, একজন কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয় এবং পরে কোমায় চলে যায়। অপরাধী নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা কৌশল অবলম্বন করে, এবং ছবিতে প্রশাসনের ভূমিকাও উঠে আসে। আরজি কর কাণ্ডের সাথে এই গল্পের মিল দেখে নির্মাতারা শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে কোনও ধরনের বিতর্কের জন্ম না হয়।

তবে ছবির অন্যতম অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছবির গল্প মূলত একজন ধর্ষিতাকে ঘিরেই, যেখানে ভিলেন হিসেবে কোনও সামাজিক ব্যক্তিত্বকে তুলে ধরা হয়নি। বরং গল্পের ভিলেন একজন নির্দিষ্ট চরিত্র। পুলিশের ভূমিকাও ইতিবাচকভাবে দেখানোর পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, নির্মাতারা বুঝতে পেরেছেন যে, এই ধরনের গল্পের সাথে আরজি কর কাণ্ডের মিল থাকায় ছবির শ্যুটিং এখনই চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

অতএব, সবদিক বিবেচনা করে আপাতত ছবির শ্যুটিং স্থগিত রাখা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!