আরজি কর-কাণ্ডের ছায়া নিয়ে তৈরি হচ্ছে টলিউডের নতুন ছবি ‘দানব’

আরজি কর-কাণ্ডের ছায়া নিয়ে তৈরি হচ্ছে টলিউডের নতুন ছবি 'দানব'

টলিউড পরিচালক আতিউল ইসলাম বাস্তব ঘটনাকে উপজীব্য করে তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘দানব’। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে আলোড়ন তোলা আরজি কর-কাণ্ডের ছায়া রয়েছে এই ছবির গল্পে। আতিউল জানান, এই ছবির মূল গল্প আগেই লেখা ছিল, তবে আরজি কর-কাণ্ডের ঘটনার পর গল্পটিকে সামান্য পরিবর্তন করে বর্তমান প্রেক্ষাপটে উপযোগী করা হয়েছে। যদিও পুরোপুরি আরজি করের ঘটনা নয়, তবুও হাসপাতাল এবং নারী নির্যাতনের মতো বিষয়গুলো ছবিতে তুলে ধরা হবে।

এই ছবির শুটিং শুরু হবে মুর্শিদাবাদে, আগামী ১৮ তারিখ থেকে। পরিচালক আতিউল বলেছেন, “গল্পের প্রেক্ষাপট মুর্শিদাবাদ, এবং সেই জায়গার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক থাকায় পরিচিত পরিবেশে কাজ করা সহজ হবে। তাই কলকাতার পরিবর্তে মুর্শিদাবাদেই শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি।”

এই ছবির মাধ্যমে পিয়ার খান অভিনয়ে পা রাখতে চলেছেন, তাঁর সঙ্গে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে। রূপসাকে দেখা যাবে এক নার্সের চরিত্রে, এবং পিয়ার খানকে মর্গে ডোমের ভূমিকায়। এ ছাড়াও ছবিতে অভিনয় করবেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, এবং শ্রেয়া হালদার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!