দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আরজিকর কাণ্ডে কিরণ দত্তের বড় পদক্ষেপ

আরজিকর কাণ্ডে কিরণ দত্তের বড় পদক্ষেপ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্সার। তাঁদের মধ্যে অন্যতম ইউটিউবার কিরণ দত্ত, যিনি ‘দ্য বং গাই’ নামেও পরিচিত। কিরণ শুরু থেকেই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট করেছেন, প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন, এবং একাধিক ভিডিও তৈরি করেছেন। কিন্তু এছাড়াও তিনি এমন কিছু করেছেন, যা জানলে আপনারও শ্রদ্ধা জাগবে।

গত এক মাস ধরে কিরণ দত্ত কলকাতার নির্যাতিতার বিচার দাবি করে সোচ্চার রয়েছেন। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন, তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে অনেকেই তাকে সমালোচনা করেছেন, বলছেন যে কিরণ শুধুমাত্র ভিউজ এবং টাকার লোভে এই ঘটনা নিয়ে ভিডিও বানাচ্ছেন। কিন্তু সত্যিই কি তাই?

কিরণ দত্ত (দ্য বং গাই)

সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে অবশেষে কিরণ দত্ত আসল সত্যটা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এই ভিডিওগুলো থেকে তিনি কোনো অর্থ উপার্জন করছেন না। ভিডিওগুলোর মানিটাইজেশন বন্ধ করে রেখেছেন, অর্থাৎ, এই ভিডিওগুলি থেকে এক পয়সাও তার হাতে আসবে না।

কিরণ জানিয়েছেন, “কিছু মানুষ মনে করেন যে ইউটিউবাররা শুধু টাকার জন্য ভিডিও বানাচ্ছে। তাদের জানাতে চাই, আমার প্রতিটি ভিডিওর মানিটাইজেশন বন্ধ রয়েছে, ফলে এই ভিডিওগুলি থেকে কোনো টাকা আসবে না। এছাড়াও, এই এক মাসে আমি সব ব্র্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি এবং যাদের থেকে আগেই টাকা নিয়েছিলাম, সেই টাকাও ফেরত দিয়েছি। এরপরও যদি কেউ ভাবে আমি টাকার জন্য করছি, তাহলে সেটা খুব কষ্টদায়ক।”

তবে কিরণের সমর্থনে তার ভক্তরা এগিয়ে এসেছেন। তারা লিখেছেন, “আমরা জানি দাদা, তুমি তো আমাদের অনুপ্রেরণা।” কিরণের এই পদক্ষেপের প্রশংসা করছেন সকলে। কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কবে বিচার পাবেন কলকাতার নির্যাতিতা? নারীদের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? উত্তর খুঁজছেন সবাই।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!